কম কলরেটে কথা বলার জন্য বর্তমানে অনেকেই আপনারা টেলিটক সিম কিনতে চান। কিন্তু টেলিটকের বেশ কয়েকটি প্যাকেজের সিম থাকায় কোন সিমটি কিনবেন এবং আপনার জন্য টেলিটক কোন সিম ভালো হবে সেবিষয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম খান।
এজন্য এই পোস্টে আমরা কথা বলার জন্য বর্তমানে টেলিটকের কোন সিমটা সবচেয়ে ভালো সেবিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি, পোস্টটি পড়ার পর আপনি নিজের জন্য উপযুক্ত টেলিটক সিমটি নির্ধারন করতে পারবেন।
আলোচ্য বিষয়সমূহ
কথা বলার জন্য কোন সিম সবচেয়ে ভালো
নিঃসন্দেহে এই মুহূর্তে কথা বলার জন্য টেলিটক সিমই সবচেয়ে ভালো।
কারন, বর্তমানে অন্যান্য কোম্পানিগুলো যেখানে অনেক বেশি দামে ইন্টারনেট প্যাকেজের পাশাপাশি উচ্চমূল্যের কলরেট নির্ধারন করেছে সেখানে একমাত্র টেলিটকই গ্রাহকদের সবচেয়ে কম কলরেটে কথা বলার সেবা প্রদান করছে।
বর্তমানে টেলিটক সিমের সর্বনিম্ন কলরেট হচ্ছে প্রতি মিনিট ৪৫ পয়সা। অন্যদিকে অন্যান্য অপারেটরগুলোর সর্বনিম্ন কলরেট প্রতি মিনিটে ৬০ পয়সা, তবে তার জন্য আবার রিচার্জ করতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা।
কিন্তু টেলিটকে এরকম কোনো নিয়ম নেই। আপনি যেকোনো পরিমান টাকা রিচার্জ করে তাদের সর্বনিম্ন কলরেটে কথা বলতে পারবেন।
তবে প্যাকেজ ভেদে তাদের সিমগুলোর কলরেটে কিছুটা পার্থক্য রয়েছে। সেবিষয়ে আমরা নিচে আলোচনা করেছি।
টেলিটক সিম কত প্রকার | টেলিটক প্যাকেজ সমূহ
টেলিটক কোন সিম ভালো এবিষয়ে জানার পূর্বে আমাদের টেলিটক সিম কত প্রকার সেটি জানতে হবে। আর টেলিটক সিমের প্রকার বলতে এখানে মূলত টেলিটক সিমের প্যাকেজ সমূহকে বোঝানো হচ্ছে।
সাধারণত প্রত্যেকটি টেলিটক সিমের কলরেট তাদের প্যাকেজ ভেদে ভিন্ন হয়ে থাকে। যেমনঃ টেলিটক আগামী এবং বর্ণমালা সিমের কলরেটে প্রতি মিনিট ৪৫ পয়সা। অপরদিকে টেলিটক অপরাজিতা সিমের কলরেট ৪৭ পয়সা।
তো প্যাকেজ অনুযায়ী টেলিটক প্রিপেইড সিম মূলত আট প্রকার।
- আগামী
- বর্ণমালা
- শতবর্ষ
- মায়ের হাসি
- অপরাজিতা
- স্বাগতম
- স্বাধীন
- ইয়ুথ
কথা বলার জন্য টেলিটক কোন সিম ভালো
টেলিটক কোন সিম ভালো সেটি জানার জন্য আমাদেরকে টেলিটক সিমের কলরেট, এসএমএস চার্জ এবং অফারগুলো সম্পর্কে ধারণা নিতে হবে।
বিশেষ করে আপনি যদি কথা বলার জন্য টেলিটক সিম নিতে চান তাহলে আপনাকে কলরেটের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে।
নিচের ছকে টেলিটক সিমের কলরেট এবং তাদের সংযোগ ইন্টারনেট অফারগুলো দেওয়া হলো।
সিমের নাম | কলরেট | অফার | দাম |
আগামী | ৪৫ পয়সা/মিনিট | ১০০ টাকা রিচার্জে – ১০০ টাকা মূল ব্যালেন্স, ১০০ মিনিট টকটাইম, ১০০ এসএমএস এবং ৫ জিবি ইন্টারনেট ফ্রি (১বার)। মেয়াদ ৩০ দিন। | ফ্রি (শর্ত প্রযোজ্য) |
বর্ণমালা | ৪৫ পয়সা/মিনিট | ৫০ টাকা রিচার্জে – ৫০ টাকা মূল ব্যালেন্স, ৫০ মিনিট, ৫০ এসএমএস এবং ৫ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি (১বার)। মেয়াদ ৩০ দিন। | ১০০ টাকা (শর্ত প্রযোজ্য) |
শতবর্ষ | ৪৭ পয়সা/মিনিট | ১০০ টাকা রিচার্জে – ১০০ টাকা মূল ব্যালেন্সসহ ১০০ মিনিট, ১০০ এসএমএস এবং ১৭ জিবি ইন্টারনেট ফ্রি। মেয়াদ ৩০ দিন। | ফ্রি (১০০ টাকা রিচার্জ) |
স্বাগতম | ৪৭ পয়সা/মিনিট | ৯৯ টাকা রিচার্জে – ৬০ মিনিট টকটাইম, ৬০ এসএমএস এবং ৫ জিবি ইন্টারনেট। মেয়াদ ৩০ দিন। | ১৫০ টাকা |
অপরাজিতা | রেগুলার ৪৭ পয়সা/মিনিট, এফএনএফ ৪৫ পয়সা/মিনিট | ৯৯ টাকা রিচার্জে – ৬০ মিনিট টকটাইম, ৬০ এসএমএস এবং ৫ জিবি ডাটা। মেয়াদ ৩০ দিন। স্পেশাল অফারঃ ৮ টাকা রিচার্জে- ১ জিবি (প্রথম ৩ মাস)। মেয়াদ ৭ দিন। কম্বো অফারঃ ১৯৯ টাকা রিচার্জে- ২০০ মিনিট, ৩০০ এসএমএস এবং ৫ জিবি ইন্টারনেট। মেয়াদ ৩০ দিন। | ১০০ টাকা |
মায়ের হাসি | রেগুলার ৪৭ পয়সা/মিনিট, এফএনএফ ৪৫ পয়সা/মিনিট | ২৯ টাকা রিচার্জে – ৬০ মিনিট এবং ১ জিবি ইন্টারনেট। মেয়াদঃ ১৫ দিন। স্পেশাল অফারঃ ৯ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট (প্রথম তিন মাস)। মেয়াদ ৭ দিন। | ফ্রি (শর্ত প্রযোজ্য) |
ইয়ুথ | রেগুলার ৯০ পয়সা/মিনিট, এফএনএফ ৪৫ পয়সা/মিনিট | ১০ টাকা প্রিলোডসহ ৫০ মিনিট টকটাইম, ৫০ এসএমএস এবং ৫০০ এমবি ফ্রি। মেয়াদ ৭ দিন। | ৭০ টাকা |
স্বাধীন | রেগুলার ৯০ পয়সা/মিনিট, এফএনএফ ৪৫ পয়সা/মিনিট | ৪৮ টাকা রিচার্জে – ৪০ টাকা মূল ব্যালেন্স, ১০ জিবি ইন্টারনেট এবং ১২ মিনিট টকটাইম। মেয়াদ ৭ দিন। প্রতি মাসে একবার করে (সর্বোচ্চ ১২ বার) ১০০ টাকা রিচার্জে- ১০০ টাকা মূল ব্যালেন্সসহ ৫ জিবি ইন্টারনেট। মেয়াদ ৭ দিন। | ১৫০ টাকা |
উপরের ছকে টেলিটক সিমগুলোর কলরেট, অফার এবং দাম ভিন্ন হলেও এদের এসএমএস চার্জ মূলত একই। যেটি হচ্ছে এসএমএস প্রতি ২৫ পয়সা (বাংলা), ইংরেজি (৫০ পয়সা)।
চলুন তাহলে এখন উপরোক্ত ছকের আলোকে টেলিটক কোন সিম ভালো তা বিশ্লেষণ করা যাক।
টেলিটক আগামী এবং বর্ণমালা সিম
তো আমরা যদি ছকটিতে কলরেটের দিকে তাকাই তাহলে দেখতে পাব অন্যান্য সিমগুলোর তুলনায় টেলিটক আগামী এবং বর্ণমালা সিমের কলরেট সবচেয়ে কম। এক্ষেত্রে দুটো সিমেরই কলরেট হচ্ছে প্রতি মিনিট ৪৫ পয়সা।
তাই নিঃসন্দেহে বলা যায় যে, কথা বলার জন্য টেলিটক আগামী এবং বর্ণমালা এই সিম দুটি সবচেয়ে ভালো।
কিন্তু আপনি যদি এই দুটো সিমের মধ্য থেকে শুধুমাত্র একটি সিম নিতে চান তাহলে টেলিটক আগামী সিমটি বেশি ভালো হবে। কারন মিনিট এবং ইন্টারনেট অফারের ক্ষেত্রে বর্ণমালার থেকে আগামীতে সুবিধা কিছুটা বেশি।
সেইসাথ আগামী সিমটি কিনতেও পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে তার জন্য অবশ্যই এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী হতে হবে। আর বর্ণমালার ক্ষেত্রে এসএসসি পাস করতে হবে।
কিন্তু আপনি যদি উপরের দুটো শর্তই পূরন না করেন তাহলে আপনাকে টেলিটকের অন্য সিমগুলো নিতে হবে।
টেলিটক শতবর্ষ, অপরাজিতা, মায়ের হাসি এবং স্বাগতম সিম
আমরা যদি এখন টেলিটক আগামী এবং বর্ণমালা সিম দুটো বাদে অন্য সিমগুলোর কলরেট দেখি তাহলে দেখতে পাব টেলিটক শতবর্ষ, স্বাগতম, অপরাজিতা এবং মায়ের হাসি এই চারটি সিমের কলরেট অনেক কম। যেটি হচ্ছে প্রতি মিনিটে ৪৭ পয়সা।
আবার টেলিটকের এই চারটি সিমের মধ্যে অপরাজিতা এবং মায়ের হাসি সিম দুটিতে পাওয়া যাবে একটু বেশি সুবিধা।
সেটি হলো, এই সিম দুটিতে এফএনএফ নাম্বার যোগ করলে আরো কম কলরেটে কথা বলা যাবে। এক্ষেত্রে এফএনএফ নাম্বারগুলোতে কথা বলার জন্য কলরেট চার্জ পরবে ৪৫ পয়সা/মিনিট।
তবে টেলিটক মায়ের হাসি সিমটি সবার জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র প্রাথমিক শিক্ষাস্তরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মায়েরা এই সিমটি নিতে পারবে।
তাই কথা বলার জন্য এই চারটি সিমের মধ্যে টেলিটক অপরাজিতা সিমটি বেশি ভালো হবে। কারন এটিতে আপনারা রেগুলার কলরেট ৪৭ পয়সা/মিনিট এর পাশাপাশি ৯৯টি এফএনএফ নাম্বারে ৪৫ পয়সা/মিনিটে কথা বলতে পারবেন।
কিন্তু আপনি যদি কলরেটের পাশাপাশি ইন্টারনেট এবং টকটাইম অফারের জন্য টেলিটক সিম কিনতে চান তাহলে আপনার জন্য টেলিটক শতবর্ষ সিমটি সবচেয়ে ভালো হবে।
কারন শতবর্ষে সিমে আপনি যেমন ৪৭ পয়সা/মিনিটে কথা বলতে পারবেন সেইসাথে অফার হিসেবে ১০০ টাকা রিচার্জে পাবেন-
- ১০০ টাকা মূল একাউন্ট ব্যালেন্সসহ ১০০ মিনিট টকটাইম
- ১০০ এসএমএস
- ১৭ জিবি ইন্টারনেট একদম ফ্রি
আর সেইসাথে আপনি এই টেলিটক শতবর্ষ সিমটি কিনতেও পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে।
টেলিটক স্বাধীন এবং ইয়ুথ সিম
উপরের সিমগুলোর তুলনায় এদুটো সিমে কলরেট সবচেয়ে বেশি এবং এদের ইন্টারনেট অফারও কম। তাই স্বাধীন এবং ইয়ুথ সিম দুটি টেলিটকের অন্যান্য সিমগুলোর তুলনায় ততটা ভালো হবে না।
উপসংহার
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, কথা বলার জন্য টেলিটক আগামী এবং বর্ণমালা সিম দুটি সবথেকে ভালো। কারন এদের কলরেট সবচেয়ে কম।
আর আগামী এবং বর্ণমালার পর এফএনএফ সুবিধার জন্য সবচেয়ে কম কলরেট হচ্ছে টেলিটক অপরাজিতা এবং মায়ের হাসি সিমের।
তবে কলরেটের পাশাপাশি আপনি যদি ইন্টারনেট অফারকেও প্রাধান্য দিতে চান তাহলে টেলিটক শতবর্ষ সিমটি ভালো হবে।
টেলিটক কোন সিম ভালো সেটি তো জানা হলো। এখন যদি আপনি টেলিটক সিম কিনতে চান তাহলে কিভাবে এবং কোথায় থেকে টেলিটক সিম কিনবেন সেবিষয়ে দিকনির্দেশনা পেতে আমাদের নিচের পোস্টটি পড়তে পারেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
টেলিটক সিমে কোন প্যাকেজ জানার উপায় কি?
টেলিটকের কোন সিমটি ব্যবহার করছেন অর্থাৎ আপনার টেলিটক সিমে কোন প্যাকেজ রয়েছে সেটির জানার জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *551# এই কোডটি। অথবা ম্যাসেজ অপশনে গিয়ে “P” লিখে সেন্ড করুন 154 এই নাম্বারে।
বাংলাদেশে কোন সিমের কল রেট কম?
বাংলাদেশে টেলিটক সিমের কলরেট সবচেয়ে কম। বর্তমানে টেলিটকের সর্বনিম্ন কলরেট হচ্ছে ৪৫ পয়সা/মিনিট।
টেলিটক সিম মিনিটে কত টাকা কাটে?
টেলিটকে মিনিটে কত টাকা কাটবে সেটি নির্ভর করে প্যাকেজের উপর। বর্তমানে টেলিটক আগামী ও বর্ণমালা প্যাকেজে মিনিটে ৪৫ পয়সা কাটে। টেলিটক শতবর্ষ, স্বাগতম, অপরাজিতা এবং মায়ের হাসি এই চারটি প্যাকেজের সিমে মিনিটে ৪৭ পয়সা কাটে। আর স্বাধীন ও ইয়ুথ প্যাকেজে মিনিটে ৯০ পয়সা কাটে।