দৈনন্দিন জীবনে আমাদের সবারই শিক্ষা কিংবা অন্যান্য কাজে ইংরেজি জানা, লেখা কিংবা বলার প্রয়োজন হয়। আর ইংরেজি বলার ক্ষেত্রে আমরা অনেকেই আছি যারা শুদ্ধভাবে ইংরেজি শব্দের উচ্চারণ করতে পারি না।
তাই আজকের আর্টিকেলে আপনাদেরকে এমন ৫টি Best ইংরেজি শব্দের উচ্চারণ App এর সাথে পরিচয় করিয়ে দিব যেগুলোর সাহায্যে আপনারা সহজেই যেকোনো ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শুনতে এবং সে অনুযায়ী প্রাকটিস করতে পারবেন।
আলোচ্য বিষয়সমূহ
ইংরেজি শব্দের উচ্চারণ App
ইংরেজি শব্দের উচ্চারণ শোনার জন্য প্লেস্টোরে অনেক অ্যাপ্লিকেশনই পাবেন। তবে নিচে আমরা সেগুলোর মধ্য থেকে শুধুমাত্র সেরা ৬টি অ্যাপ নিয়ে আলোচনা করেছি।
আর এই অ্যাপগুলোতে আপনারা ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের মাধ্যমে শব্দগুলোর উচ্চারণগত পার্থক্যও বুঝতে পারবেন। চলুন তাহলে এখন অ্যাপগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
1. Quick Pronunciation
ইংরেজি শব্দের উচ্চারণ শেখার এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধি করার জন্য এই অ্যাপটি বেস্ট একটি অ্যাপ।
কারন অ্যাপটিতে রয়েছে ইংরেজি শব্দের ভিন্ন ভিন্ন উচ্চারণ, যা আপনাকে ব্রিটিশ ও আমেরিকান উচ্চারণের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করবে।
ব্যবহারবিধিঃ
প্রথমে উপরের লিংক থেকে Quick pronounciation নামের এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করবেন। এরপর সরাসরি আপনাদেরকে অ্যাপটির মেইন ইন্টারফেসে নিয়ে যাবে।
সেখানে নিচের দিকে একটি বক্স দেখতে পারবেন। এখন যেই ইংরেজি শব্দটির শুদ্ধ উচ্চারণ শুনতে চান, সেই শব্দটি ওই বক্সে লিখবেন।
এরপর বক্সের পাশে থাকা স্পিকার বাটনটিতে প্রেস করবেন। তাহলে আপনার লেখা ইংরেজি শব্দটির সঠিক উচ্চারণ শুনতে পারবেন।
সেইসাথে স্পিকার বাটনটির নিচে যেই পতাকা আইকনটি দেখতে পাচ্ছেন সেটির মাধ্যমে সেই ইংরেজি শব্দটির ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ শুনতে পারবেন।
আবার পতাকার পাশে যেই চতুর্ভুজ আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করলে, আপনার লেখা ইংরেজি শব্দটি নিয়ে উইকিপিডিয়াতে কোনো আর্টিকেল থাকলে সেটি দেখতে পারবেন।
সেখানে ডানদিকে স্লাইড করলে গুগল ট্রান্সলেটের ইন্টারফেস চলে আসবে। যার মাধ্যমে আপনি আপনার পছন্দ অনুযায়ী শব্দটি যেকোনো ভাষায় ট্রান্সলেটও করতে পারবেন।
2. Pronunciation
ইংরেজি শব্দের উচ্চারণ শোনার জন্য যদি খুবই সহজ এবং সিম্পল ইন্টারফেসের অ্যাপ্লিকেশন খুঁজে থাকেন তাহলে Pronunciation নামের এই অ্যাপটি আপনার জন্য Best ইংরেজি শব্দ উচ্চারণের App হতে পারে।
ব্যবহারবিধিঃ
অ্যাপটিতে প্রবেশ করলে সরাসরি আপনাদের সামনে একটি বক্স আসবে। সেই বক্সে আপনার ইংরেজি শব্দটি লিখতে হবে।
এরপর পতাকা আইকনটিতে ক্লিক করে ব্রিটিশ নাকি আমেরিকান ভাষায় শব্দটির উচ্চারণ শুনতে চান সেটি সিলেক্ট করতে হবে।
সবশেষে ভলিউম বাটনটিতে ক্লিক করলে সেই শব্দটির ইংরেজি উচ্চারণ শোনা যাবে।
3. English Pronunciation British
অন্যান্য অ্যাপগুলোর তুলনায় এই অ্যাপটিতে বাড়তি এবং খুবই ইউনিক একটি ফিচার রয়েছে। সেটি হচ্ছে, এটিতে আপনারা ইংরেজি শব্দের উচ্চারণ শোনার পাশাপাশি সেই শব্দটির পার্টস অফ স্পিচও দেখতে পারবেন।
সেইসাথে এখানে My vocabulary নামের একটি অপশন রয়েছে, যার মাধ্যমে আপনার প্রয়োজনীয় শব্দের ভোকাবুলারি লিস্ট বানাতে পারবেন।
ব্যবহারবিধিঃ
তো, অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলে সেখানে প্রথমেই একটি সার্চ বক্স দেখতে পারবেন। সেই বক্সের মধ্যে আপনার ইংরেজি শব্দটি লিখবেন।
তাহলে নিচের দিকে RESULT পেজে শব্দটির পার্টস অফ স্পিচ কি সেটি দেখতে পারবেন।
এবার ডান পাশে থাকা ভলিউম বাটনটিতে প্রেস করবেন। তাহলে সেই শব্দটির ব্রিটিশ এবং ইংরেজি উচ্চারণ শুনতে পারবেন।
নোটঃ এই পোস্টে আমরা যেসকল অ্যাপ নিয়ে আলোচনা করেছি সেগুলো ব্যবহারের ক্ষেত্রে কোনো ডাটা কানেকশনের প্রয়োজন হবে না। তবে শুধুমাত্র এই অ্যাপটি ব্যবহারের সময় ডাটা কানেকশনের প্রয়োজন হবে।
4. Learn Pronunciation
ইংরেজি শব্দের উচ্চারণ শোনার সাথেসাথে আপনি যদি ইংরেজি আলফাবেট গুলোরও শুদ্ধ উচ্চারণ শুনতে চান তাহলে এই অ্যাপটি আপনার জন্য একদম পারফেক্ট হবে।
ব্যবহারবিধিঃ
এক্ষেত্রে, অ্যাপটিতে প্রবেশ করলে সরাসরি যেই ইন্টারফেসটি আসবে সেখানে সবগুলো ইংরেজি আলফাবেট দেখা যাবে। এরপর সেই লেটারের পাশে থাকা ভলিউম বাটনটিতে ক্লিক করলে তার সঠিক উচ্চারণটি শোনা যাবে।
সেইসাথে লেটারটির নিচে এবং মাঝখানে যেই আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করলে উক্ত লেটার দিয়ে গঠিত বিভিন্ন শব্দ দেখা এবং সেগুলোর উচ্চারণ শোনা যাবে।
তো এখন যদি আপনি নিজের ইচ্ছেমতো যেকোনো একটি ইংরেজি শব্দের উচ্চারণ শুনতে চান তাহলে অ্যাপটির হোমপেজের ডানদিকে এবং উপরে যে সার্চ বাটনটি রয়েছে, সেটিতে ট্যাপ করে আপনার কাঙ্খিত শব্দটি লিখবেন।
এরপর পাশে থাকা ভলিউম বাটনটিতে প্রেস করবেন। তাহলে শব্দটির শুদ্ধ ইংরেজি উচ্চারণ শুনতে পারবেন।
5. Spell & Pronunciation
এতোক্ষণ আমরা যেই অ্যাপগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোতে কেবলমাত্র ব্রিটিশ এবং আমেরিকান ল্যাঙ্গুয়েজে ইংরেজি শব্দের উচ্চারণ শোনা যায়।
কিন্তু এখন যেই অ্যাপটির কথা বলব এটির মাধ্যমে প্রায় সকল দেশের ভাষাতেই ইংরেজি শব্দগুলোর উচ্চারণ কেমন সেটি শোনা যাবে। আর এই অ্যাপটির নাম হচ্ছে Spell & Pronunciation.
ব্যবহারবিধিঃ
অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলে সরাসরি পাঁচটি অপশন দেখতে পারবেন। সেগুলোর মধ্য থেকে Pronunciation অপশনটিতে প্রবেশ করবেন।
এরপর Type here বক্সটিতে প্রেস করে আপনার ইংরেজি ওয়ার্ডটি লিখবেন এবং পাশে থাকা পতাকা আইকনটিতে ক্লিক করবেন।
এখন আপনি যেই দেশের ভাষায় সেই শব্দটির উচ্চারণ শুনতে চান সেই দেশটি সিলেক্ট করে Pronunciation বাটনটিতে প্রেস করবেন। তাহলে ওই দেশ অনুযায়ী ইংরেজি শব্দটির উচ্চারণ কেমন সেটি শুনতে পারবেন।
এছাড়াও অ্যাপটিতে আরো কিছু এক্সট্রা ফিচারস রয়েছে যেগুলোর সাহায্যে আপনারা শব্দের বানান চেক এবং ট্রান্সলেট করতে পারবেন। আবার ডিকশনারি অপশনটির মাধ্যমে শব্দগুলোর ব্যাখা এবং তাদের সমার্থক শব্দ দেখতে পারবেন।
6. Google Translate
গুগলের জনপ্রিয় Google Translate অ্যাপের মাধ্যমে ইংরেজি শব্দের উচ্চারণ শোনা যাবে সহজেই। তবে তার জন্য প্রয়োজন হবে ইন্টারনেট কানেকশনের।
কিন্তু, আমরা চাইলে অফলাইনেও গুগল ট্রান্সলেট অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
- গুগল ট্রান্সলেট অ্যাপটিতে প্রবেশ করে নিচের দিকে থাকা যেকোনো একটি ভাষার উপর ট্যাপ করুন
- এরপর একটু নিচে গিয়ে “Bengali” লেখাটিতে প্রেস করুন। তাহলে বাংলা ভাষা ডাউনলোড হতে শুরু করবে।
আর ডাউনলোড সম্পন্ন হলেই অ্যাপটি অফলাইনে ব্যবহার করা যাবে। ফলে আপনারা ইন্টারনেট কানেকশন ছারাই যেকোনো লেখা ট্রান্সলেট করার পাশাপাশি ইংরেজি শব্দের উচ্চারণ শুনতে পারবেন।
তার জন্য-
- গুগল ট্রান্সলেট অ্যাপটিতে প্রবেশ করুন
- ফাঁকা বক্সে আপনার ইংরেজি শব্দটি লিখুন
- ডান দিকের তীর আইকনটিতে প্রেস করুন
- ভলিউম বাটনটিতে ট্যাপ করুন
তো এই ছিলো আমাদের বাছাই করা Best ৬টি ইংরেজি শব্দের উচ্চারণ App. আশা করি এই অ্যাপগুলো আপনাদের ইংরেজি শব্দের সঠিক ও শুদ্ধ উচ্চারণ শেখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
পড়ুনঃ বাংলা থেকে ইংরেজি লেখার কিবোর্ড
ইংরেজি শব্দের বাংলা অর্থ উচ্চারণসহ
উপরে এতক্ষণ আমরা শুধুমাত্র ইংরেজি শব্দের উচ্চারণ শোনার অ্যাপ নিয়ে আলোচনা করলাম। কিন্তু আপনারা অনেকেই রয়েছেন যাদের প্রায় সময়ই উচ্চারণের পাশাপাশি ইংরেজি শব্দের বাংলা অর্থও জানার প্রয়োজন হয়।
তাই আপনাদের এই কাজটিকে আরো সহজ এবং একসাথে করার জন্য উচ্চারণসহ ইংরেজি শব্দের বাংলা অর্থ দেখা যায় এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করা হলো।
English Bengali Dictionary
ইংরেজি শব্দের উচ্চারণ শোনার পাশাপশি শব্দটির বাংলা অর্থ দেখার জন্য এটি সেরা একটি অ্যাপ।
অ্যাপটিতে প্রবেশ করলে প্রথমেই সবার উপরে EN/BN নামে একটি বক্স দেখতে পারবেন। সেখানে আপনার ইংরেজি শব্দটি লিখবেন।
এরপর নিচে সেই ওয়ার্ডটি পুনরায় আসলে সেটিতে প্রেস করবেন। তাহলে শব্দটির বাংলা অর্থ দেখতে পারবেন।
এবার সেই ইংরেজি শব্দটির নিচে থাকা ভলিউম বাটনে ট্যাপ করলে শব্দটির ইংরেজি উচ্চারণ শুনতে পারবেন। আর বাংলা অর্থের শব্দটির পাশে থাকা ভলিউম বাটনে ট্যাপ করলে শব্দটির বাংলা উচ্চারণ শুনতে পারবেন।
উপসংহার
ইংরেজি শব্দের উচ্চারণ শোনার App গুলো, ইংরেজি উচ্চারণে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এসব অ্যাপের মাধ্যমে আপনারা যেকোনো সময় এবং যেকোনো জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে ইংরেজি শব্দের উচ্চারণ শুনতে ও প্রাকটিস করতে পারেন।
সেইসাথে ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য শোনার সুযোগ থাকায় আপনাদের প্রয়োজন অনুযায়ী যেকোনো উচ্চারণ বেছে নিতে পারেন।