আপনি কি ইংরেজিতে কোনো কিছু লিখতে পারেন না? অনলাইনে কারো সাথে চ্যাটিং করতে গেলে ইংরেজিতে কথা বলতে পারেন না? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।
এই পোস্টে আমরা বাংলা থেকে ইংরেজি লেখার কিবোর্ড নিয়ে আলোচনা করব। যেই কিবোর্ডের মাধ্যমে আপনারা কোনো কিছু বাংলায় লিখলে তা অটোমেটিক ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।
আলোচ্য বিষয়সমূহ
বাংলা থেকে ইংরেজি লেখার কিবোর্ড
কিবোর্ডে কোনো কিছু বাংলায় লিখলে ইংরেজি হয়ে যাবে এরকম পদ্ধতি আমাদের কমবেশি সবারই প্রয়োজন হয়। বিশেষ করে আমরা যারা ইংরেজি বলতে অথবা লিখতে পারি না কিংবা লিখতে গেলে ভুল হয়ে যায় তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয়।
বাংলা থেকে ইংরেজি লেখার কিবোর্ড হিসেবে প্লেস্টোরে আপনারা অনেক অ্যাপই পাবেন। তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত কিবোর্ড অ্যাপটি হচ্ছে- জিবোর্ড।
জিবোর্ড
জিবোর্ড হচ্ছে গুগলের একটি কিবোর্ড অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীদের অন্যান্য সাধারণ কিবোর্ডের মতো টেক্সট টাইপিং ছাড়াও বিভিন্ন ধরনের ফিচার প্রদান করে।
যার মধ্যে অন্যতম হচ্ছে কিবোর্ডে বাংলা লিখলে ইংরেজি হবে এবং ইংরেজি লিখলে বাংলা হবে। নিচে এবিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।
জিবোর্ড ইন্সটলেশন
বর্তমানে প্রায় সকল এন্ড্রয়েড ফোনেই গুগলের জিবোর্ড অ্যাপটি ডিফল্টভাবে ইন্সটল করা থাকে। তবে কোনো কারনে যদি আপনি অ্যাপ্লিকেশনটি ডিলিট করে ফেলেন তাহলে নিচের লিংক থেকে পুনরায় ইন্সটল করে নিন।
বাংলা থেকে ইংরেজি লেখার নিয়ম
জিবোর্ডে কিভাবে বাংলা লিখলে ইংরেজিতে ট্রান্সলেট হবে, সেই পদ্ধতিটি নিচে তুলে ধরা হলো।
ধাপ ১ঃ অ্যাপটির ইন্সটলেশন সম্পন্ন হলে, সবার আগে আমাদের অ্যাপটিকে ডিফল্ট কিবোর্ড হিসেবে সেট করতে হবে।
এজন্য ফোনের মেইন সেটিংসে গিয়ে Language and input অপশনটিতে প্রবেশ করুন।
ধাপ ২ঃ Current Keyboard লেখাটিতে ট্যাপ করে Gboard সিলেক্ট করবেন। তাহলে অ্যাপ্লিকেশনটি ফোনের ডিফল্ট কিবোর্ড হিসেবে সেট হয়ে যাবে।
ধাপ ৩ঃ এখন বাংলা থেকে ইংরেজি লেখার জন্য এমন একটি অ্যাপে প্রবেশ করুন যেখানে কোনো কিছু টাইপ করা যায়।
এক্ষেত্রে আমি নোটপ্যাড ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা চাইলে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন।
তো, কোনো কিছু লিখতে গেলে যখন আপনার সামনে কিবোর্ডের মেইন ইন্টারফেসটি চলে আসবে তখন সেখানে একটি সেটিংস আইকন দেখতে পাবেন, সেটিতে প্রেস করুন।
ধাপ ৪ঃ Language অপশনটিতে প্রবেশ করুন।
ধাপ ৫ঃ Add Keyboard-এ প্রেস করুন।
ধাপ ৬ঃ সবার উপরে “বাংলা (বাংলাদেশ)” নামে যেই অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করুন।
ধাপ ৭ঃ Done বাটনটি ট্যাপ করুন।
ধাপ ৮ঃ এবার ব্যাক করে নোটপ্যাড/মেসেঞ্জার/হোয়াটসঅ্যাপে ফিরে আসুন। এখন কিবোর্ডে বাংলা “কি” আনার জন্য গ্লোব আইকনটি প্রেস করুন।
মূলত গ্লোব আইকনটির দ্বারা বাংলা এবং ইংরেজি কিবোর্ড চেঞ্জ করতে পারবেন।
ধাপ ৯ঃ কিবোর্ডে বামদিকের উপরে থাকা মেনু আইকনটিতে ট্যাপ করুন।
ধাপ ১০ঃ অনুবাদ করুন অপশনটিতে ক্লিক করুন।
ধাপ ১১ঃ এপর্যায়ে নিচের মতো একটি বক্স দেখতে পাবেন। সেই বক্সটিতে আপনি বাংলায় যা লিখতে চান তা লিখুন।
মূলত এই বক্সে আপনি বাংলায় যা লিখবেন তা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। উদাহরণস্বরূপঃ আমি বাংলায় “আমার দেশের নাম বাংলাদেশ” লিখলাম।
ফলস্বরূপ নিচের ছবিতে দেখুন, লেখাটি ইংরেজিতে টাইপ হয়ে গিয়েছি।
একইভাবে আপনিও উক্ত বক্সটিতে বাংলায় যা কিছু লিখবেন সেগুলো ইংরেজি হয়ে যাবে।
ইংরেজি থেকে বাংলা লেখার নিয়ম | ইংরেজি লিখলে বাংলা হবে
স্টেপ ১ঃ জিবোর্ডে বাংলা থেকে ইংরেজির পাশাপাশি ইংরেজি থেকে বাংলা লেখার জন্য- বক্সটির উপরে থাকা “ইংরেজি” বাটনটিতে ট্যাপ করুন।
স্টেপ ২ঃ “বাংলা” সিলেক্ট করুন।
নোটঃ এখানে আপনি যে ভাষা সিলেক্ট করবেন, সে ভাষাতে আপনার টেক্সটগুলো ট্রান্সলেট হয়ে যাবে।
স্টেপ ৩ঃ এখন বক্সটিতে যা কিছুই ইংরেজিতে লিখবেন সেটি বাংলা হয়ে যাবে।
তো, এই ছিলো বাংলা থেকে ইংরেজি লেখার কিবোর্ড হিসেবে, জিবোর্ডে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা লেখার নিয়ম।
বাংলা কথা বললে ইংরেজি হয়ে যাবে
কিবোর্ডে টাইপিং করার পাশাপাশি আপনি যদি চান ভয়েসের মাধ্যমে বাংলায় কথা বললে ইংরেজি হয়ে যাবে, তাহলে সেটিও করতে পারবেন গুগলের এই জিবোর্ডের মাধ্যমে। তার জন্য-
- প্রথমে গ্লোব আইকনটিতে প্রেস করে কিবোর্ডের ভাষা “বাংলা” করে নিন
- উপরের ধাপগুলোর মতো “মেনুতে” ট্যাপ করুন
- “অনুবাদ করুন” অপশনটিতে ক্লিক করুন
- বক্সের উপরে “ভাষা শনাক্ত করুন” বাটনটির বাম পাশে থাকা বাটনটিতে ট্যাপ করুন
- “ইংরেজি” সিলেক্ট করুন
- এবার বক্সের নিচে বামদিকে থাকা “মাইক্রোফোন” বাটনটিতে প্রেস করে, আপনি যা বলতে চান তা বলুন
- এখন আপনি বাংলায় যা বলবেন সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে
পড়ুনঃ ইংরেজি শব্দের উচ্চারণ app
উপসংহার
বাংলা লিখলে ইংরেজি হবে এমন কিবোর্ডের জন্য গুগলের জিবোর্ড হচ্ছে বেস্ট একটি কিবোর্ড।
কারন জিবোর্ডে আপনারা বাংলা থেকে যেমন ইংরেজি লিখতে পারবেন একইসাথে ইংরেজি থেকে বাংলা লিখতে পারবেন।
এছাড়া অন্যান্য কিবোর্ডগুলোর মতো জিবোর্ডেরও একটি সাধারণ ইন্টারফেস থাকায়, বাংলা থেকে ইংরেজি লেখার জন্য এবং স্বাভাবিকভাবে টাইপিং করার জন্য আপনাকে আলাদা আলাদা কিবোর্ড ব্যবহার করতে হবে না।
জিবোর্ডের মাধ্যমেই আপনারা টাইপিং সংক্রান্ত সমস্ত কাজ করতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসীত প্রশ্নাবলী (FAQs)
কোন কিবোর্ড অ্যাপ বাংলা থেকে ইংরেজি লেখার জন্য ভালো?
গুগলের তৈরি জিবোর্ড বাংলা থেকে ইংরেজি লেখার জন্য সবচেয়ে ভালো।
কিবোর্ডে গ্রামার চেক কিভাবে চালু করব?
কিবোর্ডে গ্রামার চেক চালু করার জন্য- ১. কিবোর্ড অ্যাপের সেটিংসে যান ২. Text Correction অপশনটিতে প্রবেশ করুন ৩. Grammer Check বাটনটি অন করুন।
কিবোর্ডে ডার্ক মোড কিভাবে চালু করব?
১. কিবোর্ড অ্যাপটির সেটিংসে যান ২. Themes বা Appearance অপশনটিতে ট্যাপ করুন ৩. Dark Mode বা Default Dark সিলেক্ট করুন।
কিবোর্ডে স্প্লেলিং-এর অটো কারেকশন কিভাবে চালু করব?
১. কিবোর্ডের সেটিংসে যান ২. Text Correction-এ যান ৩.Auto Correction বাটনটি অন করে দিন।
কিবোর্ডে ভয়েস টাইপিং অপশন আসছে না কেন?
কিবোর্ডে ভয়েস টাইপিং এর জন্য মাইক্রোফোন আইকনটি না আসলে- ১. কিবোর্ডের সেটিংসে যান ২. Voice Typing-এ প্রবেশ করুন ৩. Use Voice Typing লেখাটির পাশের বাটনটি অন করুন।