ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

সাধারনণত আমরা যখন কাউকে কল করি তখন সেই কলগুলো আমাদের ফোনে কল হিস্ট্রি নামে সেভ হয়। এই কল লিস্টগুলোর একটি বড় সুবিধা হচ্ছে আপনি কত তারিখ কোন ব্যক্তিকে কল করেছেন এবং কতোক্ষণ কথা বলেছেন সেটি দেখা যায়।

যার কারণে পরবর্তীতে কাউকে কল করার জন্য আমাদেরকে ফোনের কল লিস্টের সাহায্য নিতে হয়।

কিন্তু অনেক সময় বিভিন্ন কারণ বশত আমাদের ফোন থেকে এই কল লিস্টগুলো ডিলিট হয়ে যায়। ফলে পরবর্তীতে যখন কোনো নাম্বারে কল করার প্রয়োজন হয় তখন সেই নাম্বারটি আমরা খুঁজে পাই না।

তাই এই আর্টিকেলে আমরা এমন একটি উপায় নিয়ে আলোচনা করব যার মাধ্যমে ডিলিট করা কল লিস্ট বের করা যায়।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

ডিলিট করা কল লিস্ট বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মোবাইল টেলিকম কোম্পানিগুলোর নিজস্ব অ্যাপগুলো। যেমনঃ গ্রামীণফোনের মাইজিপি এবং রবির মাইরবি ইত্যাদি।

বর্তমানে প্রতিটি সিমের কল লিস্ট দেখার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে এই অ্যাপগুলো।

তো, চলুন এখন এই অ্যাপ গুলোর সাহায্যে কিভাবে ডিলিট করা কল লিস্ট দেখতে হয় সেটি দেখে নেওয়া যাক।

পড়তে পারেনঃ অটো কল রেকর্ড সেটিং চালু করবেন কিভাবে

জিপি সিমের ডিলিট করা কল লিস্ট দেখার উপায়

গ্রামীণফোন তথা জিপি সিমের ডিলিট হওয়া কল লিস্ট দেখার জন্য প্রথমেই যেই অ্যাপটির প্রয়োজন হবে সেটি হচ্ছে মাইজিপি। আর মাইজিপি অ্যাপের বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হচ্ছে এটি।

তো, আপনার ফোনে যদি মাইজিপি অ্যাপ্লিকেশনটি ইন্সটল না থাকে তাহলে নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।

আর আপনি যদি প্রথমবার মাইজিপি অ্যাপটিতে প্রবেশ করেন তাহলে প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগিন করতে হবে।

এক্ষেত্রে আপনি যেই গ্রামীণফোন নাম্বারের কল লিস্ট দেখতে চান সেই নাম্বারটি দিয়ে লগিন করে নিবেন।

স্টেপ ১ঃ অ্যাপটির হোমপেজে প্রবেশ করে নিচের দিকে থাকা মেনুতে Services নামের যেই অপশনটি রয়েছে, সেটিতে ট্যাপ করবেন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ২ঃ Usage History অপশনটিতে প্রবেশ করবেন। তাহলে সেখানে Call History নামে একটি অপশন দেখতে পারবেন, সেটিতে প্রেস করবেন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ৩ঃ Call History তে প্রবেশ করলেই আপনার সেই গ্রামীণ সিমের গত ৩০ দিনের কল লিস্ট দেখতে পাবেন।

সেইসাথে আপনি কার সাথে কখন, কোন তারিখে এবং কত মিনিট কথা বলেছেন সেই তথ্যও পেয়ে যাবেন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ৪ঃ আপনি যদি লাস্ট ৩০ দিনের পাশাপাশি সামনের মাস গুলোরও কল লিস্ট দেখতে চান তাহলে উপরে থাকা ক্যালেন্ডার আইকনটিতে ট্যাপ করবেন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ৫ঃ এখন আপনি কোন মাসের কত তারিখ থেকে অন্য মাসের কত তারিখের মধ্যকার কল লিস্ট দেখতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে Ok তে প্রেস করবেন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

তাহলে ওই তারিখের মধ্যকার সমস্ত কল লিস্ট দেখতে পাবেন।

স্টেপ ৬ঃ আপনি চাইলে এই কল লিস্টগুলো ফোনে সেভও করতে পারবেন। সেজন্য ডানদিকের উপরে থাকা ডাউনলোড বাটনটিতে ক্লিক করবেন।

তাহলে এই ডিলিট করা কল লিস্টগুলো আপনার ফোনে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। 

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়
পড়তে পারেনঃ অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করার উপায়

রবি সিমের ডিলিট করা কল লিস্ট বের উপায়

স্টেপ ১ঃ রবি সিমের ডিলিট করা কল লিস্ট দেখার জন্য প্রথমে মাইরবি অ্যাপটিতে প্রবেশ করবেন।

আর মাইজিপির মতো মাইরবি অ্যাপটিও যদি আপনার ফোনে ইন্সটল না থাকে তাহলে নিচের লিংক থেকে অ্যাপ্লিকেশনটি করে নিবেন।

এরপর নাম্বার এবং ওটিপি দিয়ে অ্যাপটিতে লগিন করবেন।

স্টেপ ২ঃ অ্যাপটির ভেতরে প্রবেশ করে নিচের দিকে মেনুতে থাকা More অপশনটিতে প্রবেশ করবেন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ৩ঃ এরপর Account Management লেখাটির নিচে থাকা Usage History অপশনটিতে ক্লিক করবেন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

তাহলে আপনার রবি সিমটির গত ৩০ দিনের সমস্ত ইনকামিং ও আউটগোয়িং কল হিস্ট্রি বা কল লিস্ট দেখতে পারবেন।

বাংলালিংক সিমের ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

বাংলালিংক সিমের ডিলিট করা কল লিস্ট দেখার জন্য প্রথমে নিচের লিংক থেকে মাইবিএল অ্যাপটি ইন্সটল করুন। এরপর নিচের স্টেপগুলো ফলো করুন।

স্টেপ ১ঃ অ্যাপটিতে আপনার বাংলালিংক মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে প্রবেশ করুন।

স্টেপ ২ঃ ডানদিকে উপরের কর্ণারে নোটিফিকেশন বাটনটির পাশে থাকা থ্রিডট বাটনটিতে ট্যাপ করুন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ৩ঃ Usage History অপশনটিতে প্রবেশ করুন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

তাহলে আপনার বাংলালিংক সিমটির গত ৩০ দিনের লিস্ট দেখতে পারবেন।

এয়ারটেল সিমের ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ১ঃ নিচের লিংক থেকে মাই এয়ারটেল অ্যাপটি ইন্সটল করুন।

স্টেপ ২ঃ এরপর যেই এয়ারটেল নাম্বারের কল লিস্ট বের করতে চান সেই নাম্বারটি দিয়ে মাই-এয়ারটেল অ্যাপটিতে লগিন করুন।

স্টেপ ৩ঃ মেনুতে প্রবেশ করুন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ৪ঃ একটু নিচের দিকে গিয়ে Usage History লেখাটিতে ক্লিক করুন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ৫ঃ Call অপশনটিতে ট্যাপ করুন। তাহলে আপনি আপনার এয়ারটেল সিমের সমস্ত কল লিস্ট দেখতে পারবেন।।

টেলিটক সিমের ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ১ঃ নিচের লিংক থেকে মাই টেলিটক অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে আপনার টেলিটক নাম্বার দিয়ে অ্যাপটিতে লগিন করুন।

স্টেপ ২ঃ More-এ ক্লিক করুন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

স্টেপ ৩ঃ History ক্যাটাগরিটি থেকে Usages History অপশনে প্রবেশ করুন।

ডিলিট করা কল লিস্ট বের করার উপায়

ব্যস, তাহলে আপনার টেলিটক সিমটির সমস্ত কল হিস্ট্রি বা কল লিস্ট দেখতে পাবেন।

তবে অন্যান্য সিমগুলোতে একমাস অথবা তার বেশি দিনের কল লিস্ট দেখা গেলেও টেলিটকে শুধুমাত্র ১০ দিনের কল লিস্ট দেখতে পারবেন।

পড়ুনঃ কথা বলার জন্য টেলিটক কোন সিম ভালো

ডিলেট করা নাম্বার বের করার উপায়

ফোনের কল লিস্ট ডিলিট করার পাশাপাশি অনেক সময় আমরা কন্টাক্ট নাম্বারও ডিলিট করে থাকি। ফলে পরবর্তীতে যখন আমাদের ওই নাম্বারটির প্রয়োজন হয় তখন আমরা ডিলিট করা কন্টাক্ট নাম্বার বের করার উপায় খুঁজি।

আসলে ডিলিট হওয়া কন্টাক্ট নম্বর বের করার শতভাগ কার্যকরী কোনো উপায় নেই। তবে একটি পদ্ধতি রয়েছে যেটি আপনার ফোনে পুর্বে থেকে চালু থাকলে আপনি ডিলিট হওয়া কন্টাক্ট নাম্বারটি ফিরে পেতে পারেন। সেটি হচ্ছে-

আমরা যখন ফোনের কন্টাক্ট অ্যাপটিতে কোনো নাম্বার সেভ করি তখন অনেকেই সেটি ডিভাইস অথবা সিমে সেভ না করে জিমেইল একাউন্টে সেভ করি।

এক্ষেত্রে আপনিও যদি এই কাজটি করে থাকেন তাহলে নিচের পদ্ধতিটি ফলো করে আপনার ডিলিট হওয়া কন্টাক্ট নম্বরগুলো ফিরে পেতে পারেন।

স্টেপ ১ঃ ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে contacts.google.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।

তাহলে সেখানে আপনার জিমেইলে সেভ করা সকল নাম্বার দেখতে পারবেন।

তো আপনারা জাস্ট নিচের ছবির মতো মেনু বাটনটিতে ট্যাপ করবেন।

ডিলেট করা নাম্বার বের করার উপায়

স্টেপ ২ঃ এরপর Trash অপশনটিতে প্রবেশ করবেন।

ডিলেট করা নাম্বার বের করার উপায়

তাহলে আপনি লাস্ট ৩০ দিনে যেসকল কন্টাক্ট নম্বর ডিলিট করেছেন সেগুলো দেখতে পারবেন।

স্টেপ ৩ঃ এখন আপনি যদি নাম্বারটি পুনরায় ফোনে ফিরিয়ে নিয়ে যেতে চান তাহলে নাম্বারটির উপরে ক্লিক করবেন।

ডিলেট করা নাম্বার বের করার উপায়

স্টেপ ৪ঃ এরপর Recover-এ ক্লিক করবেন। ব্যস তাহলে নাম্বারটি আপনার ফোনে রিকোভার হয়ে যাবে।

ডিলেট করা নাম্বার বের করার উপায়

এভাবে শুধুমাত্র লাস্ট ৩০ দিনের ডিলিট করা কন্টাক্ট নম্বরগুলো দেখা এবং রিকোভার করা যাবে। কিন্তু এর বেশিদিন আগের নাম্বার দেখা যাবে না।

উপসংহার

ডিলিট করা কল লিস্ট বের করার জন্য অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে। তবে আমরা টেস্ট করে দেখেছি তাদের বেশিরভাগই সঠিক তথ্য দিতে পারে না।

তারা শুধুমাত্র আপনার ফোনে বর্তমানে যেসকল কল হিস্ট্রি বা কল লিস্ট আছে সেগুলোই প্রদান করে। আর যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো দিতে পারে না।

কিন্তু উপরে আমরা মোবাইল অপারেটর কোম্পানিগুলোর অফিশিয়াল যেই অ্যাপগুলো নিয়ে আলোচনা করেছি, সেই অ্যাপগুলো আপনাকে আপনার সিমের শতভাগ নির্ভুল কল লিস্ট বা কল হিস্ট্রি প্রদান করে।

তাই ডিলিট করা কল লিস্টসহ যেকোনো ধরণের কল লিস্ট বের করার জন্য সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে মোবাইল অপারেটর কোম্পানির এই অ্যাপগুলো ব্যবহার করা।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)

কল লিস্ট থেকে কি কি তথ্য জানা যায়?

কল লিস্ট থেকে কে কল করেছেন, কখন করেছেন এবং কোন নাম্বার থেকে কল করেছেন এসব তথ্য জানা যায়।

কল লিস্ট কি ভাবে দেখা যায়?

মোবাইল ফোনের ডায়ালার অ্যাপটি ব্যবহার করে কল লিস্ট দেখা যায়।


Share on:

This is the founder of BDtechio.com. As a passionate student and blogger with nearly two years of experience, I specialize in writing insightful articles on technical tips and information. I strive to share knowledge and assist in digital navigation.

Related Article

Leave a Comment