জেনে নিন MyGP apps এর সুবিধা কি কি

আপনি কি একজন জিপি সিম গ্রাহক? আপনি কি গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন? কিন্তু MyGP Apps এর সুবিধাগুলো সম্পর্কে জানেন না?

তাহলে এই পোস্টটি আপনার জন্য। এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব মাইজিপি অ্যাপের বিভিন্ন সুবিধা ও ফিচার সম্পর্কে, এবং জানাবো কীভাবে প্রতিটি অপশন আপনার দৈনন্দিন মোবাইল ব্যবহারকে আরো সহজ ও উপভোগ্য করে তুলতে পারে সেবিষয়ে।

MyGP apps এর সুবিধা কি কি

আলোচ্য বিষয়সমূহ

মাইজিপি (MyGP)

মাইজিপি হচ্ছে দেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন টেলিকমের সিম বিষয়ক সেবা প্রদানকারী একটি অ্যাপ্লিকেশন।

যার মাধ্যমে গ্রামীনফোন তাদের গ্রাহকদের জিপি সিম সম্পর্কিত সকল সেবা অনেক সহজে এবং দ্রুততার সাথে দিয়ে থাকে।

সেইসাথে গ্রাহকরা যেন সিম ব্যবহার করতে গিয়ে বিভিন্ন জটিল বিষয় নিজেরাই খুব সহজে নিয়ন্ত্রন করতে পারে সেই বিষয়টিও গ্রামীনফোন এই মাইজিপি অ্যাপটির মাধ্যমে নিশ্চিত করে থাকে।

পড়ুনঃ কথা বলার জন্য টেলিটক কোন সিম ভালো

MyGP Apps এর সুবিধা কি কি

সাধারনত প্রত্যেকটি মোবাইল অপারেটর কোম্পানির বিভিন্ন ধরনের সেবাগুলো উপভোগ করার জন্য আমাদের নির্দিষ্ট কতগুলো ইউএসডি কোড ডায়াল করতে হয়।

কিন্তু প্রত্যেকটি সেবার ইউএসডি কোডগুলো ভিন্ন ভিন্ন হওয়ায় অনেক সময় আমাদের সেসব কোড মনে থাকে না। যার ফলে তখন সেই সেবাগুলো চালু করতে গিয়ে আমাদের কিছুটা সমস্যায় পরতে হয়।

যেমনঃ আপনি যদি জিপি সিমের মূল ব্যালেন্স চেক করতে চান তাহলে তার জন্য একটি কোড ডায়াল করতে হবে।আবার যদি ইন্টারনেট, এসএমএস কিংবা মিনিট ব্যালেন্সসহ বিভিন্ন অফার চেক করতে চান তাহলে তাদের জন্য আলাদা কোড ডায়াল করতে হবে।

তাই, গ্রাহকেরা যেন বারবার ভিন্ন ভিন্ন কোড ডায়াল করার এই জটিলতা থেকে বেড়িয়ে খুব সহজেই একসাথে সমস্ত সেবা চালু, চেক এবং উপভোগ করতে পারে সেজন্য গ্রামীনফোন গ্রাহকদের জন্য চালু করছে মাইজিপি নামের অ্যাপ্লিকেশনটি।

যেখানে গ্রামীনফোন গ্রাহকেরা অতি সহজেই সিমের এসএমএস, মিনিট এবং ইন্টারনেট ব্যালেন্স চেকসহ তাদের সকল পরিষেবা গ্রহণ করতে পারবে।

চলুন তাহলে এখন MyGP Apps এর সুবিধা কি কি অর্থাৎ কোন কোন পরিষেবা পাওয়া যাবে মাইজিপি অ্যাপে তা জেনে নেই।

পড়ুনঃ অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করার উপায়

1. এক ট্যাপেই ব্যালেন্স চেক

সাধারনত জিপিতে ব্যালেন্স চেক করার জন্য আপনাদের বারবার একটি কোড ডায়াল করতে হয়। গ্রামীনফোন আপনার এই কাজটিকে সহজ করার জন্য মাইজিপি অ্যাপে এক ট্যাপেই একাউন্ট ব্যালেন্স চেক করার সুবিধা দিচ্ছে।

এক্ষেত্রে আপনি যখনই মাইজিপি অ্যাপটিতে প্রবেশ করবেন তখনই সরাসরি হোমপেজে আপনার সিমে কত টাকা ব্যালেন্স আছে সেটি দেখতে পারবেন।

আর শুধু একাউন্ট ব্যালেন্সই নয়, তার পাশে আপনি আপনার একাউন্টে অবশিষ্ট কত এমবি ইন্টারনেট ডেটা, এসএমএস প্যাক এবং মিনিট ব্যালেন্স রয়েছে সেটিও দেখতে পারবেন।

এছাড়াও আপনি যদি সেই ব্যালেন্সগুলোর মেয়াদ কবে শেষ হবে সেটি দেখতে চান তাহলে নির্দিষ্ট ব্যালেন্সের উপর ক্লিক করবেন। তাহলে সে অনুযায়ী তাদের মেয়াদ কতদিন বাকি রয়েছে সেটি দেখতে পারবেন।

2. রিচার্জ করার সুবিধা

মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণ সিমে রিচার্জ করা যাবে খুব সহজেই। অ্যাপের Recharge Now অপশনটিতে ক্লিক করলে বিকাশ, নগদ, উপায়, রকেট এবং কার্ড থেকে রিচার্জ করার অপশন চলে আসবে।

সেগুলোর মধ্য থেকে যেকোনো একটি সিলেক্ট করে আপনার মোবাইল ব্যাংকিং একাউন্ট বা কার্ড যোগ করে সহজেই রিচার্জ করতে পারবেন আপনার জিপি সিমটিতে।

সেইসাথে পরবর্তীতে একাউন্টের ব্যালেন্স শেষ হয়ে গেলে চালু করতে পারবেন অটো রিচার্জ সিস্টেম। যার মাধ্যমে পরবর্তীতে যখন আপনার সিমের ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন অটোম্যাটিকালি আপনার একাউন্ট থেকে সিমে রিচার্জ হবে।

এছাড়াও মাইজিপি থেকে রিচার্জে রয়েছে বিশেষ সুবিধা। মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করলে আপনি অন্যান্য প্যাকেজগুলোর তুলনায় আরো কম দামে অফার নিতে পারবেন।

সেইসাথে ক্যাশব্যাক অফার অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করলে ক্যাশব্যাকও পাবেন।

3. ফ্লেক্সিপ্লান ব্যবহারের সুবিধা

আমরা জিপি সিম ব্যবহারকারীরা কমবেশি সবাই ফ্লেক্সিপ্লান অ্যাপটির সাথে পরিচিত। কারন এর মাধ্যমে আমরা আমাদের চাহিদা অনুযায়ী ইচ্ছেমতো ইন্টারনেট ডেটা, মিনিট এবং এসএমএস কাস্টোমাইজ করে কিনে থাকি।

আপনি যদি মাইজিপি অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনাকে আর বাড়তিভাবে ফ্লেক্সিপ্লান অ্যাপটি ইন্সটল করতে হবে না।

কারন গ্রামীণফোনের ফ্লেক্সিপ্লান সেবাটি তাদের মাইজিপি অ্যাপের ভেতরেও রয়েছে। যার ফলে আপনারা মাইজিপি অ্যাপ থেকেই আপনাদের পছন্দমতো প্যাকেজ কাস্টোমাইজ করে নিতে পারবেন।

4. জিপি পয়েন্টস লাভ এবং সেই পয়েন্ট দিয়ে ইন্টারনেট কেনার সুবিধা

My gp apps এর আরেকটি সুবিধা হচ্ছে মাইজিপি অ্যাপটি অধিক পরিমাণে ব্যবহার করলে এবং মাইজিপির মাধ্যমে বেশি বেশি অফার নিলে প্রতিটি পার্সেজে আপনাকে কিছু পয়েন্টস দেওয়া হবে।

যেই পয়েন্টগুলো দিয়ে পরবর্তীতে আপনি ফ্রিতে ইন্টারনেট ডেটা নিতে পারবেন।

5. একসাথে জিপি সিমের সকল অফার দেখার সুবিধা

ইউএসডি কোডের মাধ্যমে জিপি সিমের অফারগুলো চেক করার জন্য আমাদের প্রত্যেকটি অফারের জন্য ভিন্ন ভিন্ন কোড ডায়াল করতে হতো।

যেমনঃ ইন্টারনেট অফারের জন্য এক কোড, মিনিট অফারের জন্য আরেক কোড আবার এসএমএস অফারের জন্য ভিন্ন কোড। জিপিতে অফার চেক করার এই জটিলতা থেকে মুক্তি পাবেন খুব সহজে মাইজিপি অ্যাপের মাধ্যমে।

কারন মাইজিপি অ্যাপের Offer সেকশনে তাদের সমস্ত অফার যেমনঃ ইন্টারনেট, মিনিট, এসএমএস, রিচার্জ, বান্ডেল এবং ক্যাশব্যাকসহ সকল অফারের লিস্ট সাজানো রয়েছে।

এক্ষেত্রে Offer লেখাটিতে প্রবেশ করলে সকল পরিসেবার ক্যাটাগরি পেয়ে যাবেন।

এরপর আপনি যদি ইন্টারনেট অফার দেখতে চান তাহলে Internet অপশনটিতে ক্লিক করবেন, তাহলে সমস্ত ইন্টারনেট অফারের লিস্ট পেয়ে যাবেন। একইভাবে এসএমএস এবং মিনিটসহ অন্যান্য অফারের তালিকাও পাবেন।

6. মাই অফার চেক করার সুবিধা

মাইজিপি অ্যাপটি ব্যবহার করলে আপনার জিপি সিমের মাই অফার দেখার জন্য আলদাভাবে কোনো কোড ডায়াল করার প্রয়োজন হবে না।

কারন আপনার জিপি সিমটিতে আপনার জন্য কোন কোন অফার প্রযোজ্য রয়েছে সেটি এখন দেখা যাবে মাইজিপি অ্যাপের মাধ্যমে।

এক্ষেত্রে মাইজিপি অ্যাপটিতে ঢোকার পর হোমপেজে একটু নিচের দিকে গেলে My Offer নামে একটি অপশন দেখা যাবে।

সেটিতে প্রবেশ করলে আপনার জন্য মাই অফার হিসেবে কি কি ইন্টারনেট, মিনিট এবং এসএমএস অফার রয়েছে সেগুলো চলে আসবে।

7. বন্ধ সিমের অফার দেখার সুবিধা

মাই অফারের পাশাপাশি আপনার জিপি সিমটিতে যদি বন্ধ সিমের কোনো অফার থাকে তাহলে সেটিও আপনি মাইজিপি অ্যাপের মাধ্যমে চেক করতে পারবেন।

এজন্য মাইজিপি অ্যাপটিতে প্রবেশ করার পর নিচের দিকের Offer অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে আপনাদের সামনে কতগুলো লিস্ট চলে আসবে।

সেখান থেকে ডানদিকের উপরে স্লাইড করলে Bondho Sim Offer নামে একটি অপশন দেখা যাবে। আর সেই অপশনটিতে ক্লিক করলে আপনার সিমে যদি বন্ধ সিমের কোনো অফার থাকে তাহলে তা চলে আসবে।

8. ব্যালেন্স ট্রান্সফার করার সুবিধা

MyGP App এর একটি খুবই দরকারি সুবিধা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করার সুবিধা।

মাইজিপি অ্যাপের মাধ্যমে কোনো প্রকার কোড ডায়াল করার ঝামেলা ছাড়াই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন কয়েক স্টেপেই।

সেটি করার জন্য মাইজিপি অ্যাপটিতে প্রবেশ করে নিচের দিকের Services অপশনটিতে যেতে হবে। এরপর Balance Transfer অপশনটিতে ক্লিক করতে হবে।

তাহলে ব্যালেন্স ট্রান্সফার করার প্রসেসটি চলে আসবে। সেখানে Recipient number বক্সে যেই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি দিবেন।

Enter the Ammount to transfer বক্সে টাকার পরিমাণ দিবেন। সবশেষে Enter PIN বক্সে আপনার ব্যালেন্স ট্রান্সফারের পিন নাম্বারটি দিয়ে TRANSFER এ ক্লিক করবেন। তাহলে সেই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে।

আর যদি আপনি আগে কখনো ব্যালেন্স ট্রান্সফার না করেন, যার কারনে আপনার কাছে ব্যালেন্স ট্রান্সফারের পিন-টিও নেই সেক্ষেত্রে Register now লেখাটিতে ক্লিক করবেন।

তাহলে আপনার মোবাইল নাম্বারটি ব্যালেন্স ট্রান্সফারের জন্য রেজিষ্ট্রশন হয়ে যাবে এবং একটি এসএমএসের মাধ্যমে পিন নাম্বারটি জানিয়ে দেওয়া হবে।

9. এক ক্লিকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধা

মাইজিপি অ্যাপ থেকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়া যাবে খুব সহজেই।

এক্ষেত্রে মাইজিপি অ্যাপটিতে প্রবেশ করার নিচের দিকের ভাসমান মেনুর Service লেখাটিতে ক্লিক করলে Emergency Balance নামে একটি অপশন দেখা যাবে।

সেই অপশনটিতে ঢুকে Avail Now এ ক্লিক করলে আপনার সিমে ইমারজেন্সি ব্যালেন্স চলে আসবে।

10. ইন্টারনেট, এসএমএস, রিচার্জ এবং কল হিস্ট্রি চেক করার সুবিধা

আপনি আপনার জিপি সিমটি থেকে কোন কোন নাম্বারে কথা বলেছেন, কত এমবি ইন্টারনেট ব্যয় করেছেন এবং কত টাকা রিচার্জ করেছেন সেটি এখন দেখতে পারবেন মাইজিপি অ্যাপের সাহায্যেই।

এজন্য মাইজিপি অ্যাপটিতে ঢুকে মেনু থেকে Services অপশনটিতে প্রবেশ করবেন। এরপর Usage History লেখাটিতে ক্লিক করবেন। তাহলে নতুন পাঁচটি অপশন দেখতে পাবেন।

Call History: গ্রামীণফোন কল লিস্ট দেখার নিয়ম খুঁজছেন? তাহলে এটিই হচ্ছে সেই অপশন। অপশনটিতে প্রবেশ করলে আপনি আপনার সিমটির সকল ইনকামিং এবং আউটগোয়িং কলের লিস্ট দেখতে পারবেন।

সেইসাথে আপনি কার সাথে কতক্ষণ কথা বলেছেন এবং ঐটুকু কথা বলাতে আপনার কত টাকা খরচ হয়েছে সেটিও দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার ফোনের ডিলিট করা কল লিস্টও দেখতে পারবেন।

Internet History: এই অপশনটির মাধ্যমে আপনি কোন তারিখে, কয়টার সময়ে এবং কত এমবি এমবি ব্যবহার করেছেন সেটি চেক করতে পারবেন।

SMS History: এটিতে আপনার সিমে কোন কোন নাম্বার থেকে এসএমএস এসেছে এবং কয়টার সময়ে এসেছে সেটি তারিখসহ দেখতে পারবেন। সেইসাথে আপনি কোন নাম্বারে ম্যাসেজ পাঠিয়েছেন সেটিও দেখা যাবে।

Subscription: আপনি যদি মাইজিপি অ্যাপের কোনো সাবস্ক্রিপশন প্যাকেজ কিনে থাকেন তাহলে তার হিস্ট্রি Subscription অপশনটিতে দেখতে পারবেন।

Recharge History: এছাড়াও কোন মাসের কত তারিখে আপনার জিপি সিমটিতে রিচার্জ করেছেন সেটি দেখতে পারবেন Recharge History অপশনের ভেতরে।

11. কাস্টমার কেয়ারের সাথে লাইভ চ্যাট করার সুবিধা

সাধারনত জিপি সিমে কোনো সমস্যা হলে আমাদেরকে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে কথা বলতে হয়।

এই কাজটিকে অনলাইনের মাধ্যমে আরো সহজ করার জন্য এবং গ্রামীণফোন কাস্টমার কেয়ারের সাথে কথা বলার জন্য মাইজিপিতে রয়েছে লাইভ চ্যাট করার সুবিধা।

যার মাধ্যমে আপনি সরাসরি কাস্টমার কেয়ারের সাথে আপনার সমস্যার সমাধান জেনে নিতে পারবেন।

এজন্য মাইজিপি অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাকে মেনু থেকে যেতে হবে Services এই অপশনটিতে। এরপর সেখানে একেবারে নিচের দিকে গেলে Live Chat এই অপশনটি দেখা যাবে।

সেখানে প্রবেশ করলেই আপনারা সরাসরি কাস্টমার কেয়ারের সাথে চ্যাট করতে পারবেন।

12. ওয়েলকাম টিউন এবং মিসড কল এলার্ট বন্ধ বা চালু করার সুবিধা

আপনি যদি আপনার সিমটিতে ওয়েলকাম টিউন, মিসড কল এলার্ট, নিউজ এলার্ট এই সার্ভিসগুলো বন্ধ অথবা চালু করতে চান তাহলে মাইজিপি অ্যাপ থেকে সেটি সহজেই করতে পারবেন।

তার জন্য মাইজিপি অ্যাপটির Services অপশনটিতে ঢুকে একটু নিচে স্ক্রল করলে Subscription নামে একটি অপশন দেখা যাবে।

সেই অপশনটির মাধ্যমে সহজেই আপনাদের সিমে মিসড কল এলার্ট, ওয়েলকাম টিউন এই সার্ভিসগুলো বন্ধ এবং চালু করতে পারবেন।

13. বিনোদনের সুবিধা

মাইজিপি অ্যাপের মাধ্যমে অন্যান্য সকল পরিসেবার পাশাপাশি উপভোগ করতে পারবেন বিনোদনও।

এজন্য মাইজিপি অ্যাপটির Explorer সেকশনটিতে প্রবেশ করলে আপনারা ক্রিকেট ও ফুটবল খেলার বিভিন্ন হাইলাইটস দেখতে এবং লেটেস্ট নিউজগুলো পড়তে পারবেন।

14. নামাজ, সেহরি এবং ইফতারের সময়সূচি দেখার সুবিধা

মাইজিপি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনার এলাকার নামাজের সময় কখন সেটি দেখা যাবে সহজেই। এজন্য মাইজিপি অ্যাপটিতে প্রবেশ করে নিচের দিকে স্ক্রল করলে Ibadah নামে একটি সেকশন চলে আসবে।

সেখানে Ibadah লেখাটির ডান পাশে থাকা লোকেশন আইকনটিতে ক্লিক করে আপনার এলাকাটি সিলেক্ট করলে আপনার এলাকায় নামাজের পরবর্তী ওয়াক্তের সময় কখন সেটি দেখা যাবে।

আপনি যদি আপনার এলাকার সম্পুর্ন নামাজের সময়সূচি দেখতে চান তাহলে তার জন্য Namaz Timing লেখাটিতে প্রবেশ করবেন। তাহলে আপনার এলাকার সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়সহ পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি দেখতে পারবেন।

একইসাথে Ibadah সেকশনটিতে আপনার এলাকার পরবর্তী সেহরি ও ইফতারের টাইম কখন সেটিও দেখা যাবে।

কিন্তু আপনি যদি আগামী একমাসের সেহরি ও ইফতারের সময়সূচি একসাথে দেখতে চান এক্ষেত্রে Sehri & Iftar এ ক্লিক করবেন। তাহলে আপনার এলাকার পরবর্তী এক মাসের সেহরি ও ইফতারের সময়সূচি পেয়ে যাবেন।

15. কুরআন ও হাদিস পড়ার সুবিধা

মাইজিপি অ্যাপের Ibadah সেকশনটির মাধ্যমে বাংলা অর্থসহ পড়া যাবে পবিত্র কুরআন ও হাদিস। তার জন্য ক্লিক করতে হবে Holy Quran এবং Hadith এই অপশন দুটিতে।

  • Holy Quran অপশনটিতে প্রবেশ করলে কুরআন মাজিদের সমস্ত সুরা বাংলা অনুবাদসহ পড়তে এবং শুনতে পারবেন।
  • আর Hadith অপশনটিতে ক্লিক করলে সহিহ বুখারীর হাদিসগুলো বাংলাতে পড়তে পারবেন।

উপসংহার

গ্রাহকদের সিম ব্যবহারকে আরো সহজ এবং স্বাচ্ছন্দ্যবোধ করতে গ্রামীণফোন তাদের সকল পরিসেবা মাইজিপি অ্যাপের মাধ্যমে সরবরাহ করে থাকে। যেগুলো নিয়ে উপরে এতক্ষন আমরা আলোচনা করলাম।

আশা করি, পোস্টটি পড়ে MyGP Apps এর সুবিধাসমূহ কি কি তা জানতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে নিচে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)

মাইজিপি অ্যাপে পেমেন্ট মেথড কি কি?

মাইজিপি অ্যাপে পেমেন্টের জন্য বিকাশ, রকেট, নগদ, উপায়, ক্রেডিট/ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এবং আইএফআইসি মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যায়।

মাইজিপি অ্যাপ থেকে কীভাবে সিম রিপ্লেসমেন্ট করতে পারি?

মাইজিপি অ্যাপ থেকে সিম রিপ্লেসমেন্ট করতে, প্রথমে অ্যাপে লগইন করে “My Account” অথবা “SIM Services” সেকশনে যান। সেখানে “SIM Replacement” অপশনটি নির্বাচন করুন। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং নির্দেশনা অনুসরণ করে নতুন সিমের জন্য আবেদন করুন। আবেদনটি সফলভাবে সম্পন্ন হলে, নতুন সিম আপনার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হবে বা নিকটস্থ গ্রামীণফোন সেন্টারে গিয়ে সিম সংগ্রহ করতে পারবেন।

মাইজিপি অ্যাপ থেকে কি ইন্টারন্যাশনাল রোমিং চালু করা যায়?

হ্যাঁ, মাইজিপি অ্যাপ থেকে ইন্টারন্যাশনাল রোমিং চালু করা যায়। এজন্য মাইজিপি অ্যাপে লগইন করে “সেবা” বা “Service” মেনুতে যান এবং “ইন্টারন্যাশনাল রোমিং” অপশনটি নির্বাচন করুন। এরপর অ্যাপের নির্দেশনা অনুযায়ী আপনার পছন্দমত একটি প্যাকেজ বেছে নিলে রোমিং সার্ভিসটি চালু হয়ে যাবে।


Share on:

This is the founder of BDtechio.com. As a passionate student and blogger with nearly two years of experience, I specialize in writing insightful articles on technical tips and information. I strive to share knowledge and assist in digital navigation.

Related Article

Leave a Comment