বর্তমান সময়ে যেকোনো ধরনের প্রোডাক্ট বাসায় বসে থেকে রিসিভ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে হোম ডেলিভারি। যার ফলে এখন মানুষের চাহিদা এবং আধুনিকতার কারণে হোম ডেলিভারির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আর এই চাহিদা এবং জনপ্রিয়তার কথা বিবেচনা করে, এই আর্টিকেলে আমরা দেশের ৬টি জনপ্রিয় হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস নিয়ে আলোচনা করেছি।
যেই কুরিয়ারগুলোর মাধ্যমে যেকোনো ধরনের পণ্য হোম ডেলিভারি দেওয়া এবং নেওয়া যাবে।
আলোচ্য বিষয়সমূহ
হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস ইন বাংলাদেশ
আমাদের দেশে বেশ কয়েকটি কুরিয়ার সার্ভিস রয়েছে যারা পুরো বাংলাদেশ জুড়ে গ্রাহকদের নিকট পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকে।
তবে আজকের আর্টিকেলে আমরা সেগুলোর মধ্য থেকে জনপ্রিয় ৬টি কুরিয়ার সার্ভিস সম্পর্কে আলোচনা করব যাদের সমগ্র দেশব্যাপী প্রোডাক্ট হোম ডেলিভারির সার্ভিস চালু রয়েছে।
1. সুন্দরবন কুরিয়ার সার্ভিস
বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের উত্থান ঘটে ১৯৮৩ সালে সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের হাত ধরে। আর এখনো এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে কুরিয়ার সার্ভিসগুলোর মধ্যে পছন্দের শীর্ষে অবস্থান করছে।
বর্তমানে দেশে ৮০০টিরও অধিক শাখা নিয়ে দেশের সকল জেলা এবং উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে সুন্দরবন কুরিয়ার তাদের ডেলিভারি সেবা দিয়ে যাচ্ছে।
এছাড়াও এটি বিশ্বের ২২০টি দেশে পণ্য প্রেরণ করছে এবং লক্ষ্য লক্ষ্য মানুষের আস্থা অর্জন করেই চলেছে।
ডেলিভারি চার্জ
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জ মূলত ওজনের মাধ্যমে নির্ধারণ করা হয়। এরপর ওজন অনুযায়ী সেই পণ্যগুলো নির্দিষ্ট পলি অথবা কার্টুনে প্যাকেজিং করা হয়।
নিচে সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জ দেওয়া হলো।
সর্বোচ্চ ওজন | ডেলিভারি চার্জ |
১ কেজি | ১২০ টাকা |
২ কেজি | ১৬০ টাকা |
৩.৫ কেজি | ২২০ টাকা |
এছাড়া আপনারা যদি ভারি ওজনের পণ্য যেমনঃ ফ্রিজ, টেলিভিশন, আসবাপত্র ইত্যাদি ডেলিভারি করতে চান তাহলে সেগুলোর ডেলিভারি চার্জ জানার জন্য আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে যোগাযোগ করুন।
হোম ডেলিভারি চার্জ
শুরুর দিকে সুন্দরবন কুরিয়ার শুধুমাত্র বিজনেস টু বিজনেস কুরিয়ার ডেলিভারি সার্ভিস প্রোভাইডার হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে দেশে ইকমার্স সাইটগুলোর উত্থান এবং মানুষের চাহিদার কারনে কোম্পানিটি এখন পণ্য হোম ডেলিভারিও দিচ্ছে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হোম ডেলিভারি চার্জ হচ্ছে অফিস চার্জের থেকে অতিরিক্ত ১০ টাকা। অর্থাৎ পার্সেলটির অফিস চার্জ যদি হয় ১২০ টাকা তাহলে অতিরিক্ত ১০ টাকা সহ হোম ডেলিভারি চার্জ হবে ১৩০ টাকা।
ক্যাশ অন ডেলিভারি চার্জ
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ক্যাশ অন ডেলিভারিকে সাধারণ কন্ডিশন নামে অভিহিত করা হয়।
বর্তমানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ক্যাশ অন ডেলিভারি চার্জ সাধারণত দুইভাগে নির্ধারণ হয়। ১. ঢাকার ভেতরে ২. ঢাকার বাইরে।
- ঢাকার ভেতরে সর্বোচ্চ ২ কেজি ওজন পণ্যের ক্যাশ অন ডেলিভার্জি চার্জ ৮০ টাকা
- ঢাকার বাইরে সকল জেলা সদরে ক্যাশ অন ডেলিভারি চার্জ ১২০ টাকা। ওজনঃ সর্বোচ্চ ২/২.৫০ কেজি
- ঢাকার বাইরে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি চার্জ ১৫০ টাকা। ওজনঃ সর্বোচ্চ ২/২.৫০ কেজি
নোটঃ থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনি যদি পার্সেল অফিস থেকে না নিয়ে সরাসরি হোম ডেলিভারি দিতে অথবা নিতে চান, তাহলে সেটি পারবেন না।
তার জন্য আপনাকে পণ্য হোম ডেলিভারি নেওয়ার পূর্বেই মূল্য পরিশোধ করতে হবে।
ডেলিভারি সময়
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি পেতে সর্বোচ্চ এক থেকে দুই দিন সময় লাগে।
কুরিয়ার বা পার্সেল ট্রাকিং
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো পণ্যটি এই মূহুর্তে কোথায় আছে সেটি জানতে পারবেন সহজেই।
তার জন্য “সুন্দরবন কুরিয়ার ট্র্যাকিং” পেজটিতে প্রবেশ করে কুরিয়ার নাম্বার (CN Number) অথবা রিসিভকারী/সেন্ডকারীর মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার পার্সেলটির বর্তমান অবস্থান দেখতে পারবেন।
পড়তে পারেনঃ MyGP apps এর সুবিধা কি কি
2. পাঠাও বাংলাদেশ
দেশে প্রোডাক্ট ডেলিভারির অল্প সময়ের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে পাঠাও বাংলাদেশ।
বর্তমানে পাঠাও দেশে একইসাথে পার্সেল এবং কুরিয়ার হোম ডেলিভারির পাশাপাশি বাইক এবং কার রাইডসহ আরো অনেক সেবা প্রদান করছে।
তবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট গ্রাহকদের নিকটে পৌঁছে দেওয়ার জন্য হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস প্লাটফর্মে পাঠাও একটি শক্তিশালী অবস্থান দখল করে নিয়েছে।
বর্তমানে পাঠাও দেশের সকল জেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সব ধরনের কুরিয়ার এবং হোম ডেলিভারি সেবা প্রদান করে থাকে।
পড়ুনঃ স্বাধীন ওয়াইফাই কোন কোন জেলায় আছে
ডেলিভারি চার্জ
সাধারণত পাঠাও কুরিয়ারে ডেলিভারি চার্জ ডেলিভারির এলাকা এবং ওজন অনুযায়ী নির্ধারিত হয়। নিচের টেবিলে তাদের ডেলিভারি চার্জ তুলে ধরা হলো।
ডেলিভারির ধরন | সর্বোচ্চ ওজন | চার্জ |
---|---|---|
একই শহরের ভেতরে | ৫০০ গ্রাম | ৬০ টাকা |
১ কিলোগ্রাম | ৭০ টাকা | |
২ কিলোগ্রাম | ৯০ টাকা | |
এক শহর থেকে অন্য শহরে | ৫০০ গ্রাম | ১২০ টাকা |
১ কিলোগ্রাম | ১৪৫ টাকা | |
২ কিলোগ্রাম | ১৮০ টাকা | |
ঢাকা মেট্রোপলিটন সিটি থেকে ঢাকার পার্শবর্তী এলাকায় | ৫০০ গ্রাম | ৮০ টাকা |
১ কিলোগ্রাম | ১০০ টাকা | |
২ কিলোগ্রাম | ১৩০ টাকা | |
ঢাকা থেকে অন্য শহরে | ৫০০ গ্রাম | ১১০ টাকা |
১ কিলোগ্রাম | ১৩০ টাকা | |
২ কিলোগ্রাম | ১৭০ টাকা |
- এছাড়া একই শহরের ভেতরে ২ কেজি-র পর প্রতি কেজিতে ১৫ টাকা হারে ডেলিভারি চার্জ বৃদ্ধি পাবে।
- আর বাকি তিন ধরণের ডেলিভারির ক্ষেত্রে ২ কেজি-র পর প্রতি কেজিতে ২৫ টাকা হারে বৃদ্ধি পাবে।
ক্যাশ অন ডেলিভারি চার্জ
পাঠাও কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু রয়েছে। যার মাধ্যমে আগে প্রোডাক্ট দেখে পরে মূল্য পরিশোধ করা যাবে।
এক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন সিটির জন্য ক্যাশ অন ডেলিভারি চার্জ মূল ডেলিভারি চার্জের সাথে অতিরিক্ত ০.৫% এবং ঢাকার বাইরের শহরের জন্য ১%।
প্রোডাক্ট রিটার্ন
প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পর কোনো কারণে যদি গ্রাহক সেটি রিটার্ন করতে চান তাহলে তাকে ডেলিভারি চার্জ পরিশোধ করার পর অতিরিক্ত ৫০% রিটার্ণ চার্জ দিতে হবে। তবে এটি শুধুমাত্র ঢাকার বাইরের শহরের জন্য প্রযোজ্য হবে।
কিন্তু ঢাকা থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে কোনো প্রকার রিটার্ন চার্জ দিতে হবে না।
ডেলিভারির সময়
পাঠাও কুরিয়ারে একই শহরের ভেতরে প্রোডাক্ট ডেলিভারি হতে সময় লাগবে সর্বোচ্চ ২৪ ঘন্টা। আর বাকি অন্যান্য শহরগুলোতে সময় লাগবে সর্বোচ্চ ৭২ ঘন্টা।
পার্সেল ট্রাকিং
পাঠাও কুরিয়ারে রয়েছে শক্তিশালী লাইভ পার্সেল ট্র্যাকিং সিস্টেম, যার মাধ্যমে তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সরাসরি অনলাইনে অথবা অ্যাপের মাধ্যমে কুরিয়ায়ের রিয়েল টাইম আপডেট জানা যাবে।
হেল্পলাইন
- পাঠাও এর সমস্ত সেবার জন্য হেল্পলাইন নাম্বারঃ 09678100800
- শুধুমাত্র কুরিয়ার সেবার হেল্পলাইন নাম্বারঃ 09610003030
- ইমেইল এড্রেসঃ support@pathao.com অথবা ecomsupport@pathao.com
- অফিস ঠিকানাঃ হাউজ-৭২ , ব্লক-বি , রোড-২১, বনানী, ঢাকা
আরো পড়ুনঃ টেলিটক সিম কেনার উপায়
3. রেডএক্স
রেডএক্স একটি প্রযুক্তি ভিত্তিক লজিস্টিক কোম্পানি এবং বাংলাদেশ স্টার্টআপ শপআপের একটি প্রতিষ্ঠান।
বর্তমানে এটি পার্সেল এবং কুরিয়ার হোম ডেলিভারিসহ ট্রাক ভাড়া, বাল্ক শিপমেন্ট, ওয়্যারহাউজ, লাইন হলসহ আরো বেশ কয়েকটি সেবা প্রদান করে যাচ্ছে।
ডেলিভারি চার্জ
রেডএক্স কুরিয়ারের ডেলিভারি চার্জ স্থানভেদে ভিন্ন ভিন্ন হয়। যেমনঃ ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ এক রকম এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আরেক রকম।
নিচে রেডএক্স-এর কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জ তুলে ধরা হলো।
ডেলিভারির ধরন | সর্বোচ্চ ওজন | চার্জ |
---|---|---|
একই শহরের ভেতরে | ১ কিলোগ্রাম | ৬৯ টাকা |
২ কিলোগ্রাম | ৮৪ টাকা | |
৩ কিলোগ্রাম | ৯৯ টাকা | |
৪ কিলোগ্রাম | ১১৪ টাকা | |
৫ কিলোগ্রাম | ১১৪ টাকা | |
মেট্রোপলিটন/সদর থেকে পার্শবর্তী এলাকায় | ১ কিলোগ্রাম | ১১৫ টাকা |
২ কিলোগ্রাম | ১৩০ টাকা | |
৩ কিলোগ্রাম | ১৪৫ টাকা | |
৪ কিলোগ্রাম | ১৬০ টাকা | |
৫ কিলোগ্রাম | ১৬০ টাকা | |
এক শহর থেকে অন্য শহরে | ১ কিলোগ্রাম | ১৫০ টাকা |
২ কিলোগ্রাম | ১৮০ টাকা | |
৩ কিলোগ্রাম | ২১০ টাকা | |
৪ কিলোগ্রাম | ২৪০ টাকা | |
৫ কিলোগ্রাম | ২৪০ টাকা |
ক্যাশ অন ডেলিভারি চার্জ
ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে রেডএক্স ঢাকার ভেতরে ০% এবং ঢাকার বাইরে মূল চার্জের সাথে অতিরিক্ত ১% চার্জ অফার করে।
ডেলিভারির সময়
দেশের ৬৪টি জেলার এবং ৪৯০+ উপজেলার সকল গ্রামেই মাত্র তিন দিনের মধ্যে কুরিয়ার হোম ডেলিভারি পাওয়ার নিশ্চয়তা রয়েছে রেডএক্সে। তবে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে আরো দ্রুত সময়ে, মাত্র ২৪ ঘন্টায়।
পার্সেল ট্রাকিং
রেডএক্স তাদের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে কুরিয়ারের রিয়েল টাইম আপডেট প্রদান করে। যা গ্রাহকদের তাদের কুরিয়ারের বর্তমান অবস্থান জানতে সাহায্য করে।
এক্ষেত্রে রেডক্স পার্সেল ট্র্যাক পেজটিতে গিয়ে “পার্সেল ID লিখুন” বক্সে পার্সেলের আইডি দিয়ে সার্চের মাধ্যমে পার্সেল ট্র্যাক করা যাবে।
হেল্পলাইন
রেডএক্স কুরিয়ারের সাথে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে নিচের নাম্বার এবং এড্রেসগুলোর মাধ্যমে।
- হেল্পলাইন নাম্বারঃ ০৯৬১০০০৭৩৩৯
- ইমেইলঃ contact@redx.com.bd
- অফিস ঠিকানাঃ শপআপ, ৪র্থ তলা, এসকেএস টাওয়ার, ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা
আরো পড়ুনঃ ওয়াইফাই স্পিড কত হলে ভালো
4. পেপারফ্লাই
প্রোডাক্ট হোম ডেলিভারির ক্ষেত্রে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি আস্থার নাম হচ্ছে পেপারফ্লাই।
বর্তমানে দারাজ, গ্রামীণফোন, রকমারি ডট কম, ফুডপান্ডা, সিঙ্গার থেকে শুরু করে রবি, সাজগোজ এবং বাংলাদেশ সরকারের a2i এরা সবাই পেপারফ্লাইয়ের হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস গ্রহণ করে।
ডেলিভারি চার্জ
সর্বোচ্চ ওজন | একই শহরে মধ্যে ডেলিভারি চার্জ | শহরের পার্শ্ববর্তী এলাকায় ডেলিভারি চার্জ | এক শহর থেকে অন্য শহরে ডেলিভারি চার্জ |
১ কিলোগ্রাম | ৭০ টাকা | ১১০ টাকা | ১৩০ টাকা |
২ কিলোগ্রাম | ৯০ টাকা | ১৩০ টাকা | ১৫০ টাকা |
৩ কিলোগ্রাম | ১১০ টাকা | ১৫০ টাকা | ১৭০ টাকা |
- উপরের টেবিলে একই শহরে বলতে- একই মেট্রোপলিটন এলাকা অথবা একই সদর এলাকার মধ্যে ডেলিভারিকে বোঝানো হয়েছে।
- পার্শ্ববর্তী এলাকা বলতে মেট্রোপলিটন এলাকার পাশের নন-মেট্রো এবং সদর এলাকার পাশের নন-সদর থানাগুলোকে বোঝানো হয়েছে।
নোটঃ ৩ কিলোগ্রামের পরবর্তী প্রতি কেজিতে সকল স্থানের জন্য ২০ টাকা হারে চার্জ বৃদ্ধি পাবে। আর সর্বোচ্চ ৮ কেজি পর্যন্ত কুরিয়ার হোম ডেলিভারি করা যাবে।
ক্যাশ অন ডেলিভারি চার্জ
পেপারফ্লাই কুরিয়ারে একই জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারি চার্জ মূল চার্জের সাথে অতিরিক্ত ০% এবং এক জেলা থেকে অন্য জেলায় ১%।
প্রোডাক্ট রিটার্ন
পেপারফ্লাই-এ ডেলিভারির ক্ষেত্রে একটি বড় সুবিধা হচ্ছে প্রোডাক্ট রিটার্ন করার জন্য এখানে কোনো বাড়তি চার্জ দিতে হয় না।
তবে পার্সেল এক্সচেঞ্জ করতে চাইলে ডেলিভারি চার্জের অতিরিক্ত ৫০% চার্জ প্রযোজ্য হবে।
ডেলিভারির সময়
পেলারফ্লাই কুরিয়ারে প্রোডাক্ট যদি ঢাকা কেন্দ্রিক মার্চেন্টদের হয় তাহলে একই জেলার মধ্যে হোম ডেলিভারি করতে সময় লাগে মাত্র ২৪ ঘন্টা এবং একই বিভাগের মধ্যে ২৪-৪৮ ঘন্টা। আবার দূরবর্তী জেলাগুলোতে সময় লাগে ২৪-৭২ ঘন্টা।
কিন্তু পার্সেলটি যদি ঢাকার বাইরের মার্চেন্টের হয় সেক্ষেত্রে একই জেলার ভেতরে হোম ডেলিভারিতে সময় লাগে ২৪ ঘন্টা, একই বিভাগের মধ্যে ৪৮-৭২ ঘন্টা এবং এক জেলা থেকে অন্য জেলার মধ্যে ৭২-৯৬ ঘন্টা।
পার্সেল ট্রাকিং
পেপারফ্লাই-এর রয়েছে নিজস্ব পেপারফ্লাই গো (Paperfly Go) অ্যাপ সুবিধা। যার মাধ্যমে পার্সেলের রিয়েলটাইম ট্র্যাকিংসহ ফ্রিতে কল করে তাদের সাথে যোগাযোগ করা যাবে ।
হেল্পলাইন
পেপারফ্লাই কুরিয়ার সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন নিন্মোক্ত ঠিকানাগুলোতেঃ
- টেলিফোন নাম্বারঃ 09678300900
- ইমেইলঃ info@paperfly.com.bd
- ফেসবুকঃ Paperfly123
আরো পড়ুনঃ বাংলা থেকে ইংরেজি লেখার কিবোর্ড
5. ডেলিভারি টাইগার
বর্তমানে যেকোনো কুরিয়ার হোম ডেলিভারি করার ক্ষেত্রে সবচেয়ে কম চার্জ অফার করে যেই প্রতিষ্ঠানটি সেটি হচ্ছে ডেলিভারি টাইগার। আর এই চার্জটি মূলত তারা ডেলিভারির সময় অনুযায়ী নির্ধারণ করে থাকে।
ডেলিভারি চার্জ এবং সময়
ডেলিভারি টাইগার এর মাধ্যমে ঢাকার ভেতরে হোম ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র ৪৫ টাকা। এক্ষেত্রে প্রোডাক্ট হাতে পেতে সময় লাগবে সর্বোচ্চ ২ দিন।
অন্যদিকে সারাদেশে হোম ডেলিভারিতে চার্জ হচ্ছে ৯৫ টাকা, সময় লাগবে সর্বোচ্চ ৫দিন। তবে এর চেয়ে আরো কম সময়ে মাত্র ৪৮ ঘন্টায় সারাদেশে হোম ডেলিভারি দিচ্ছে তারা, সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে ১০৫ টাকা।
বাংলাদেশের ৪০টি সিটিতে তাদের রয়েছে “নেক্সট ডে ডেলিভারি” সুবিধা। আর সেই সিটিগুলোতে ১০৯ টাকা ডেলিভারি চার্জে প্রোডাক্ট পোঁছাতে সময় লাগবে মাত্র ২৪ ঘন্টা।
পাশাপাশি ডেলিভারি টাইগার ওয়েবসাইটের হোমপেজে চার্জ ক্যালকুলেটর বক্সে আপনার ডেলিভারি এলাকা সিলেক্ট করলে সময়ের সাথে সাথে ওজন অনুযায়ীও চার্জ লিস্ট দেখা যাবে।
ক্যাশ অন ডেলিভারি চার্জ
ঢাকা এবং ঢাকার বাইরের সকল জেলাতে তাদের ক্যাশ অন ডেলিভারি চার্জ হচ্ছে মূল চার্জের সাথে অতিরিক্ত ১%।
প্রোডাক্ট রিটার্ন
পেপারফ্লাই এর মতো ডেলিভারি টাইগারেও প্রোডাক্ট রিটার্ণ করার জন্য কোনো প্রকার চার্জ প্রয়োজন হয় না।
পার্সেল ট্রাকিং
ডেলিভারি টাইগার এর ওয়েবসাইটে গিয়ে “আপনার পার্সেল ট্র্যাক করুন” সার্চ বক্সে পার্সেল আইডি দিয়ে সার্চ দিলেই আপনার কুরিয়ারের বর্তমান অবস্থান দেখা যাবে।
হেল্পলাইন
- টেলিফোন নাম্বারঃ ০৯৬৩-৮০১০৩০৩
- অফিসঃ ৫/১২ লালমাটিয়া, ব্লক-ডি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
আরো পড়ুনঃ ডিলিট করা কল লিস্ট বের করার উপায়
6. স্টেডফাস্ট
বর্তমানে কুরিয়ার হোম ডেলিভারির জন্য মার্চেন্টদের নিকট জনপ্রিয় একটি কুরিয়ার সেবা হচ্ছে স্টেডফাস্ট।
লজিস্টিক পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
ডেলিভারি চার্জ
স্টেডফাস্ট কুরিয়ারে প্রোডাক্টের ডেলিভারি চার্জ সাধারণত পার্সেলের ধরণ, ওজন এবং স্থানের উপর নির্ভর করে নির্ধারিত হয়ে থাকে।
ডেলিভারির ধরন | সর্বোচ্চ ওজন | চার্জ |
---|---|---|
ঢাকা সিটির ভেতরে | ৫০০ গ্রাম | ৬০ টাকা |
১ কিলোগ্রাম | ৭০ টাকা | |
ঢাকা সিটি থেকে ঢাকার পার্শ্ববর্তী শহরে | ৫০০ গ্রাম | ১০০ টাকা |
১ কিলোগ্রাম | ১০০ টাকা | |
ঢাকা থেকে ঢাকার বাইরের শহরে | ৫০০ গ্রাম | ১১০ টাকা |
১ কিলোগ্রাম | ১৩০ টাকা | |
ঢাকার বাইরে এক শহর থেকে অন্য শহরে | ৫০০ গ্রাম | ১৩০ টাকা |
১ কিলোগ্রাম | ১৩০ টাকা |
- ১ কেজি পরবর্তী প্রতি কেজির জন্য ২০ টাকা হারে চার্জ সংযুক্ত হবে।
স্টেডফাস্ট কুরিয়ারে, স্টুডেন্টদের জন্য বই কুরিয়ারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ কিছুটা কম রয়েছে।
এক্ষেত্রে বইয়ের ডেলিভারি চার্জ ঢাকার ভেতরে রেগুলার চার্জের থেকে ২০ টাকা, ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ১০ টাকা এবং এক শহর থেকে অন্য শহরে ৪০ টাকা কম রাখা হয়েছে।
ক্যাশ অন ডেলিভারি চার্জ
ক্যাশ অন ডেলিভারির জন্য রেগুলার চার্জের সাথে অতিরিক্ত ১% চার্জ দিতে হবে।
ডেলিভারির সময় এবং পার্সেল ট্রাকিং
সাধারণত ২৪-৪৮ ঘন্টার ভেতরেই তারা গ্রাহকদের নিকটে পণ্য হোম ডেলিভারি করে থাকে।
এছাড়াও তাদের ওয়েবসাইটে রয়েছে পার্সেলের রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম। যার মাধ্যমে পার্সেলের বর্তমান অবস্থান কোথায় সেটি সহজেই জানা যাবে।
তার জন্য “স্টেডফাস্ট পার্সেল ট্রাকিং” এই পেজটিতে ভিজিট করে সার্চ বক্সটিতে আপনার পার্সেলের কোড দিয়ে সার্চ করলেই সিপমেন্টের বর্তমান অবস্থান দেখা যাবে।
হেল্পলাইন
- টেলিফোন নাম্বারঃ 09678-045045
- ইমেইলঃ info@steadfast.com.bd
- অফিসঃ হাউজ নং ৪৪, রোড নং ২/এ, ধানমোন্ডি, ঢাকা ১২০৯
উপসংহার
উপরে আলোচনা করা ৬টি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের জনপ্রিয়তা বাংলাদেশে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
কারন এই প্রতিষ্ঠানগুলো দেশের সকল অঞ্চলেই সরাসরি গ্রাহকদের বাসাতে প্রোডাক্ট ও সেবা ডেলিভারি দিচ্ছে, যা গ্রাহকদের পরিশ্রম এবং সময়কে সাশ্রয় করছে।
অন্যদিকে অনলাইন ব্যবসায়ীরাও দ্রুত সময়ে তাদের পণ্য কাস্টমারদের নিকট পৌঁছে দিতে পাচ্ছে, যা তাদের ব্যবসাকে আরো উন্নত করছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
সুন্দরবন কুরিয়ার সার্ভিস কি হোম ডেলিভারি দেয়?
হ্যাঁ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি দেয়।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি বিদেশে পণ্য পাঠানো যায়?
হ্যা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিদেশেও সকল ধরনের কুরিয়ার এবং পার্সেল ডেলিভারি দিয়ে থাকে। বর্তমানে তারা বাংলাদেশের বাইরে ২২০টি দেশে ডেলিভারি সেবা প্রদান করছে।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি চিঠি বা ডকুমেন্ট পাঠানো যায় ?
অবশ্যই, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠিসহ সকল ধরনের ডকুমেন্ট পাঠানো যায়।
পাঠাও কুরিয়ারে কি এক দিনেই প্রোডাক্ট ডেলিভারি দেওয়া যায়?
হ্যাঁ, পাঠাও কুরিয়ারে এক দিনের মধ্যেই প্রোডাক্ট ডেলিভারি করা যায়। তার জন্য প্রোডাক্ট দুপুর ১২ টার মধ্যেই এন্ট্রি করতে হবে। আর গ্রাহক রাত ৮টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি পাবে। বর্তমানে সার্ভিসটি শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে চালু রয়েছে।
পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারি কয়টা পর্যন্ত চালু থাকে?
পাঠাও কুরিয়ারের ডেলিভারি সার্ভিস সকাল ১০ টা থেকে শুরু করে রাত ৭ টা পর্যন্ত এবং বিকাল ৪ টা হতে রাত ১০ টা পর্যন্ত চালু থাকে।
পাঠাও কুরিয়ারে ডেলিভারি এন্ট্রি দেওয়ার শেষ সময় কখন?
নরমাল ডেলিভারি এন্ট্রি করার শেষ সময় বিকাল ৪ টা।
রেডএক্স-এ ডেলিভারি এন্ট্রি দেওয়ার শেষ সময় কখন?
রেডএক্স-এ ডেলিভারি এন্ট্রি দেওয়ার শেষ সময় দুপুর ১২ টা।
পেপারফ্লাই-এ পার্সেল পিকআপ করার শেষ সময় কখন?
সন্ধ্যা ৭টা।
প্রোডাক্ট কুরিয়ার করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়?
কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমে যেকোনো ধরনের প্রোডাক্ট কুরিয়ার করার জন্য জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নাম্বারের প্রয়োজন হয়।