দেশের সকল অঞ্চলে ইন্টারনেট সেবা সহজলভ্য করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয় স্বাধীন ওয়াইফাই এর। তবে লক্ষ্য বড় হলেও এখনো দেশের সকল জেলাতে ইন্টারনেট কাভারেজ নেই তাদের।
তাই নতুন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেওয়ার জন্য আপনি যদি স্বাধীন ওয়াইফাই নিতে চান তাহলে আপনাকে আগে স্বাধীন ওয়াইফাই কোন কোন জেলায় আছে সেবিষয়ে সুস্পষ্ট ধারণা নিতে হবে।
আর বর্তমানে স্বাধীন ওয়াইফাই দেশের কোন কোন জেলাতে আছে এবং স্বাধীন ওয়াইফাই প্যাকেজের দাম কত এবিষয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন আমাদের আজকের পোস্টে।
আলোচ্য বিষয়সমূহ
স্বাধীন ওয়াইফাই কি?
স্বাধীন ওয়াইফাই হলো সবার জন্য একটি উন্মুক্ত ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, যেখানে এক পাসওয়ার্ড দিয়েই ঘরে এবং বাইরে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব।
মূলত এটি ব্যবহারকারীদের যেকোনো জায়গায় স্বাধীন ওয়াইফাই নেটওয়ার্কের ভেতরে এবং নির্দিষ্ট প্যাকেজের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করার এক্সেস দেয়।
যা সাধারণত ক্যাফে, পার্ক, হাট-বাজার এবং অন্যান্য জনসমাগম স্থানগুলোতে বেশি দেখা যায়।
পড়ুনঃ ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট সমস্যার কারণ ও সমাধান
স্বাধীন ওয়াইফাই কিভাবে কাজ করে
স্বাধীন ওয়াইফাই মূলত দুইভাবে কাজ করে।
1. পার্সোনাল ব্রডব্যান্ড সংযোগ
এটি সাধারনত অন্যান্য ব্রডব্যান্ড কোম্পানিগুলোর মতোই কাজ করে। এক্ষেত্রে প্রথমে, গ্রাহকের বাসায় একটি অপটিকাল ফাইবারের মাধ্যমে অণু অথবা রাউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়।
এরপর গ্রাহক সেই রাউটারে স্বাধীন ওয়াইফাইয়ের যেকোনো একটি প্যাকেজ কেনার পর ওয়াইফাই কানেক্ট করে অথবা কেবলের মাধ্যমে এক বা একাধিক ডিভাইস দিয়ে ইন্টারনেটে সংযুক্ত হতে পারে।
আরো পড়ুনঃ আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করছে যেভাবে দেখবেন
2. ওয়াইফাই জোন
সাধারণত আমরা যখন কোনো কোম্পানির ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন নেই তখন প্রথমে সেই কানেকশনটি রাউটারে দেই। এরপর সেই রাউটারে একটি পাসওয়ার্ড সেট করে ওয়াইফাই সংযোগের মাধ্যমে আমাদের মোবাইল, কম্পিউটার এবং ল্যাপটপে ইটারনেট ব্যবহার করি।
কিন্তু এভাবে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আমাদের কিছু লিমিটেশন থাকে। যার একটি হচ্ছেঃ রাউটারের রেঞ্জ যতদুর যায় আমরা কেবল ততদুর পর্যন্তই ওয়াইফাই কানেক্ট করতে পারি।
ফলে দেখা যায় রাউটারের রেঞ্জ একশ অথবা দেড়শ মিটারের বেশি না যাওয়ায় আমরা বাসার বাইরে কিংবা দূরে কোথাও গেলে আমাদের সেই ওয়াইফাই সংযোগটি ব্যবহার করতে পারি না।
কিন্তু স্বাধীন ওয়াইফাই এই জায়গায় একটু ভিন্নভাবে এবং ওয়াইফাই জোন হিসেবে কাজ করে। তাদের পদ্ধতি হচ্ছে-
বিভিন্ন জায়গা রাউটার স্থাপন
তারা দেশের বিভিন্ন জায়গায় রাউটার স্থাপনের মাধ্যমে একটি ওয়াইফাই জোন তৈরি করে এবং সেই রাউটারের মাধ্যমে সবাইকে বিনামূল্যে ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ করার এক্সেস দিয়ে থাকে।
এক প্যাকেজ দিয়ে যেকোনো জায়গায় ওয়াইফাই সংযোগ
বাসায় আপনি স্বাধীন ওয়াইফাইয়ের যেই প্যাকেজটি ব্যবহার করেন সেই একই প্যাকেজ দিয়ে যেকোনো জায়গায় তাদের ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এক আইডি এক পাসওয়ার্ড
অন্যান্য ওয়াইফাই রাউটারগুলোর ক্ষেত্রে দেখা যায়, প্রতিটি রাউটারের পাসওয়ার্ড ভিন্ন হয়। কিন্তু স্বাধীন ওয়াইফাই নেটওয়ার্কে পুরো দেশে এক আইডি এবং এক পাসওয়ার্ড কাজ করে।
অর্থাৎ বাসায় আপনি যেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট ব্যবহার করতেন সেই একই আইডি ও পাসওয়ার্ড দিয়ে স্বাধীন ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় যেকোনো যায়গায় ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন।
স্বাধীন ওয়াইফাই কোন কোন জেলায় আছে
বর্তমানে দেশের আঁটটি বিভাগের ৪৮টি জেলাতে স্বাধীন ওয়াইফাইয়ের কাভারেজ রয়েছে। নিচে জেলাগুলোর নামসহ স্বাধীন ওয়াইফাই এর কাভারেজ এলাকা তুলে ধরা হলো।
ঢাকা বিভাগ
ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনসহ ঢাকার বিভাগের বেশ কয়েকটি জেলাতে স্বাধীন ওয়াইফাইয়ের ইন্টারনেট সেবা রয়েছে। যথাঃ
- দামপাড়া, নিকলী, কিশোরগঞ্জ
- পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
- সখিপুর, টাঙ্গাইল
- মধুপুর, টাঙ্গাইল
- গজারিয়া, মুন্সীগঞ্জ
রাজশাহী বিভাগ
রাজাশাহী বিভাগের বেশিরভাগ জেলাতেই স্বাধীন ওয়াইফাইয়ের কাভারেজ বেশ উন্নত । নিচে রাজশাহী বিভাগের যেসকল জেলাতে স্বাধীন ওয়াইফাই রয়েছে তা তুলে ধরা হলো।
- বগুড়া সদর
- সাপাহার, নওগাঁ
- চাঁপাইনবাবগঞ্জ
- দয়ারামপুর, নাটোর
- ঈশ্বর্দী, পাবনা
- বড়াইগ্রাম পৌরসভা, নাটোর
- লক্ষ্মীপুর বাজার, নাটোর সদর
- সুজানগর, পাবনা
- আটঘরিয়া, পাবনা
- পটুয়াপাড়া, নাটোর
- বিলবাড়ী, বাগমারা, রাজশাহী
- রায়গঞ্জ, সিরাজগঞ্জ
- বাহিরগণা, সিরাজগঞ্জ
- নিশ্চিন্তপুর, পাবনা
- কাশিনাথপুর, পাবনা
খুলনা বিভাগ
খুলনা বিভাগের যেসকল জেলায় স্বাধীন ওয়াইফাই আছে সেগুলো হলো-
- মনিরামপুর, যশোর
- ঝিকরগাছা, যশোর
- দৌলতপুর, কুষ্টিয়া
- শ্যামনগর, সাতক্ষীরা
- নওয়াপাড়া, যশোর
- ফিংড়ী, সাতক্ষীরা
- ঝিকরগাছা, যশোর
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের যেসকল জেলাতে স্বাধীন ওয়াইফাই সংযোগ রয়েছে-
- নতুনবাজার টেম্পো স্ট্যান্ড
- রুপাতলি বাজার, বরিশাল
- ঝালকাঠি সদর
- ভোলা সদর
সিলেট বিভাগ
সিলেট বিভাগের যেসকল জেলায় স্বাধীন ওয়াইফাইয়ের কাভারেজ রয়েছে সেগুলো হলো-
- গোপায়া, হবিগঞ্জ
- চুনারুঘাট, হবিগঞ্জ
- পানিউন্দা, হবিগঞ্জ
- সৈয়দপুর, সুনামগঞ্জ
- জগন্নাথপুর, সুনামগঞ্জ
- নবীগঞ্জ, হবিগঞ্জ
- কুলাউড়া, মৌলভীবাজার
- শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- তাহিরপুর, সুনামগঞ্জ
- বানিয়াচং, সিলেট
- বেতগঞ্জ বাজার, সুনামগঞ্জ সদর
রংপুর বিভাগ
বর্তমানে রংপুর বিভাগে স্বাধীন ওয়াইফাইয়ের কাভারেজ এলাকা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। রংপুর বিভাগের যেসব জেলাতে স্বাধীন ওয়াইফাই এর কাভারেজ রয়েছে সেগুলো হচ্ছে-
- কুতুবডাঙ্গা, দিনাজপুর
- বিরামপুর, দিনাজপুর
- আম্বারি, দিনাজপুর
- নবাবগঞ্জ, দিনাজপুর
- পাঁচপীর, পঞ্চগড়
- ঘোড়াঘাট, দিনাজপুর
- কুড়িগ্রাম সদর
- রাণীশংকৈল, ঠাকুরগাঁও
- বেলগাছা, কুড়িগ্রাম সদর
- সন্তোষপুর ইউনিয়ন, কুড়িগ্রাম
- নেওয়াশী, নাগেশ্বরী, কুড়িগ্রাম
- ভুরুঙ্গামারী সদর, কুড়িগ্রাম
- দুরাকুটি বাজার, লালমনিরহাট
- লালমনিরহাট পৌরসভা
- সুন্দরগঞ্জ, গাইবান্ধা
- কামদিয়া, গাইবান্ধা
- কুটিবাড়ী, গাইবান্ধা
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগের যেসকল জেলায় স্বাধীন ওয়াইফাই রয়েছে সেগুলো হলো-
- ভায়াডাঙ্গা, শেরপুর
- ঝিনাইগাতি, শেরপুর
- ধানশাইল, শেরপুর
- কামারচর, শেরপুর
- মেলান্দহ, জামালপুর
- হাজাবাড়ি, জামালপুর
- নওহাটা, শেরপুর
- দেওয়ানগঞ্জ পৌরসভা
- নালিতাবাড়ী, শেরপুর
- কাংশা, ঝিনাইগাতী, শেরপুর
- নাগরা, নেত্রকোণা
- মেলান্দহ, জামালপুর
- গুনারীতলা, মাদারগঞ্জ, জামালপুর
- মালেন্দাহ, জামালপুর
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগের যেসকল জেলায় স্বাধীন ওয়াইফাই সংযোগ রয়েছে তা নিম্নে দেওয়া হলো-
- বান্দরবান
- কক্সবাজার
- কুমিল্লা সদর
- মনোহরগঞ্জ, কুমিল্লা
- ফেনী সদর
- শাহরাস্তি, চাঁদপুর
- সোনাইমুড়ি, নোয়াখালী
- বাতাকান্দি বাজার, কুমিল্লা
- দেওটি, সোনাইমুড়ী, নোয়াখালী
- সূচিপাড়া, চাঁদপুর
- সেনবাগ, নোয়াখালী
- বোয়ালখালী, চট্টগ্রাম
- মাইজদী, নোয়াখালী
- চকরিয়া, কক্সবাজার
- ব্রাহ্মনগার, কুমিল্লা
- গুরগুর, কুমিল্লা
- সাতকানিয়া, চট্টগ্রাম
স্বাধীন ওয়াইফাই-এর উদ্দেশ্য
ইন্টারনেটের সহজলভ্যতা নিশ্চিত করা
বর্তমানে স্বাধীন ওয়াইফাইয়ের সর্বনিম্ন যেই প্যাকেজটি রয়েছে সেটির মূল্য হচ্ছে মাত্র ১৫০ টাকা। মূলত দেশের প্রতিটি মানুষ যেন স্বল্প মূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যেকে সামনে রেখে এমন দাম নির্ধারন করেছে তারা।
পুরো দেশকে একটি ওয়াইফাই জোনের আওতায় নিয়ে আসা
গ্রাহকেরা যেন দেশের যেকোনো জায়গায় বিনামূল্য ওয়াইফাই সংযোগ পেতে পারে সেজন্য স্বাধীন ওয়াইফাই এর উদ্দেশ্য হচ্ছে দেশের সকল জায়গায় ওয়াইফাই জোন তৈরি করা।
যাতে ব্যবহারকারীরা, দেশের যেকোনো জায়গা থেকে তাদের ওয়াইফাই জোনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে এবং ইন্টারনেট সেবা গ্রহন করতে পারে।
স্বাধীন ওয়াইফাই এর সুবিধাসমূহ
বিনামূল্যে ওয়াইফাই সংযোগ
স্বাধীন ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি বিনামূল্যে ওয়াইফাই সংযোগ করতে পারবেন।
এক্ষেত্রে আপনার আশেপাশে যদি স্বাধীন ওয়াইফাই এর নেটওয়ার্ক থাকে তাহলে আপনি সহজেই তাদের যেকোনো একটি ওয়াইফাই প্যাকেজ কিনে সেই নেটওয়ার্কের আওতায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
তার জন্য আপনাকে নিজস্ব কোনো ব্রডব্যান্ড সংযোগ নিতে হবে না। বর্তমানে এই সুবিধাটি হাট-বাজারগুলোতে বেশি লক্ষ্য করা যায়।
দাম কম
স্বাধীন ওয়াইফাই সেবার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এর সাশ্রয়ীতা। অন্যান্য ব্রডব্যান্ড কোম্পানিগুলোর প্যাকেজের দাম যেখানে সর্বনিম্ন ৫০০ টাকা সেখানে স্বাধীন ওয়াইফাইয়ের সর্বনিম্ন প্যাকেজটির দাম ১৫০ টাকা।
ফলে অন্যান্য কোম্পানির ইন্টারনেট সংযোগ নিতে এবং ব্যবহার করতে যে খরচ হয়, স্বাধীন ওয়াইফাই এর মাধ্যমে সেই খরচ অনেকাংশে কমিয়ে আনা যায়।
স্বাধীন ওয়াইফাই প্যাকেজ | স্বাধীন ওয়াইফাই এর দাম কত
স্বাধীন ওয়াইফাই প্যাকেজগুলোকে মূলত দুইভাবে ভাগ করা যায়।
- ওয়াইফাই প্যাকেজ
- ব্রডব্যান্ড প্যাকেজ
1. ওয়াইফাই প্যাকেজ
স্বাধীন ওয়াইফাই প্যাকেজগুলো মূলত ওয়াইফাই জোনের জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি এটি ব্রডব্যান্ড সংযোগেও ব্যবহার করা যায়।
সাধারণত এই প্যাকেজগুলোর মাধ্যমে আপনারা যেসকল জায়গায় স্বাধীন ওয়াইফাইয়ের নেটওয়ার্ক রয়েছে সেসকল জায়গায় বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন।
তবে এই প্যাকেজের মাধ্যমে শুধুমাত্র একটি ডিভাইসেই ইন্টারনেট ব্যবহার করা যাবে। একের অধিক ডিভাইসে প্যাকেজটি ব্যবহার করতে পারবেন না।
নিচে স্বাধীন ওয়াইফাই প্যাকেজগুলোর দাম দেওয়া হলো।
- প্যাকেজের নামঃ স্বাধীন, দামঃ ১৫০ টাকা, স্পিডঃ ৫ এমবিপিএস
- প্যাকেজের নামঃ স্বাধীন এক্সপ্রেস, দামঃ ২৫০ টাকা, স্পিডঃ ৭ এমবিপিএস
2. ব্রডব্যান্ড প্যাকেজ
সাধারণত অপটিকাল ফাইবারের মাধ্যমে আপনার রাউটারে যেই ইন্টারনেট সংযোগটি দেওয়া হয় সেটির মাধ্যমে একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের জন্য স্বাধীন ওয়াইফাইয়ের ব্রডব্যান্ড প্যাকেজ কিনতে হয়।
আর এই ব্রডব্যান্ড প্যাকেজগুলো শুধুমাত্র একটিমাত্র রাউটারেই ব্যবহার করা যায়। অর্থাৎ এই প্যাকেজগুলো দিয়ে ওয়াইফাই জোনের মাধ্যমে যেকোনো জায়গায় ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না। তার জন্য আপনাকে উপরের ওয়াইফাই প্যাকজ দুটি নিতে হবে।
নিচের টেবিলে স্বাধীন ওয়াইফাই এর ব্রডব্যান্ড প্যাকেজগুলোর দাম তুলে ধরা হলো-
প্যাকজের নাম | স্পিড | দাম |
দেশ | ৮ এমবিপিএস | ৫২৫ টাকা |
স্টুডেন্ট | ১০ এমবিপিএস | ৬৮৫ টাকা |
বন্ধু | ১৬ এমবিপিএস | ৮৪০ টাকা |
হোম | ২২ এমবিপিএস | ১০৫০ টাকা |
হোম প্লাস | ৪০ এমবিপিএস | ১৩৬৫ টাকা |
স্মার্ট হোম | ৫০ এমবিপিএস | ১৫৭৫ টাকা |
প্রফেশনাল | ৬৫ এমবিপিএস | ২১০০ টাকা |
ফ্রিল্যান্সার | ৮০ এমবিপিএস | ২৬২৫ টাকা |
হোম অফিস | ৯৫ এমবিপিএস | ৩১৫০ টাকা |
ফ্রিল্যান্সার এজেন্সি | ১০৫ এমবিপিএস | ৩৬৭৫ টাকা |
জেনে নিনঃ ওয়াইফাই স্পিড কত হলে ভালো
স্বাধীন ওয়াইফাই সংযোগের জন্য আবেদন করার নিয়ম
স্বাধীন ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য প্রথমে আপনারা স্বাধীন ওয়াইফাই আবেদন ফরম পেজটিতে যাবেন। তাহলে সেখানে একটি ফর্ম দেখতে পারবেন।
এরপর প্রয়োজনীয় তথ্যবলী দিয়ে ফর্মটি পূরণ করবেন।
মৌলিক তথ্যঃ আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেলসহ মৌলিক তথ্যগুলো পূরণ করুন।
ঠিকানাঃ আপনার বসবাসকৃত জায়গার ঠিকানা দিয়ে পাশের ম্যাপটিতে আপনার লোকেশন সিলেক্ট করুন।
প্যাকেজ নির্বাচন করুনঃ আপনি যেই ওয়াইফাই অথবা ব্রডব্যান্ড প্যাকেজটি নিতে চান ড্রপডাউন মেনু থেকে সেই প্যাকেজটি নির্বাচন করুন।
অন্যান্য তথ্যঃ আপনার এলাকায় কোন কোন ব্রডব্যান্ড কোম্পানির লাইন রয়েছে, আপনি এখন কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন এবং কয়টি ডিভাইস ব্যবহার করছেন তার তথ্য দিন।
সংযুক্তঃ ফর্মটি পূরণ কমপ্লিট হলে সবশেষে সংযুক্ত করুন বাটনটিতে ক্লিক করুন।
তাহলে স্বাধীন ওয়াইফাই সংযোগের জন্য আপনার এই আবেদনটি তাদের কাছে চলে যাবে। পরবর্তীতে তারা আপনার এই তথ্যগুলো পর্যালোচনা করে আপনার সাথে এবিষয়ে যোগাযোগ করবে।
স্বাধীন ওয়াইফাই হেল্পলাইন নাম্বার
স্বাধীন ওয়াইফাই কোন কোন জেলায় আছে কিংবা স্বাধীন ওয়াইফাই সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তাদের হেল্পলাইন নাম্বারে কল করে সরাসরি তাদের প্রতিনিধিদের সাথে কথা বলতে পারবেন।
- স্বাধীন ওয়াইফাই এর হেল্পলাইন নাম্বার হচ্ছেঃ 01958615673 / 01958615676
- ইমেইল এড্রেসঃ sales@shadhinwifi.com
উপসংহার
কম দামে এবং ওয়াইফাই জোনের মাধ্যমে যেকোনো জায়গায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা উপভোগ করতে আপনি যদি স্বাধীন ওয়াইফাই প্যাকেজ কিনতে চান তাহলে আপনার জন্য আগে স্বাধীন ওয়াইফাই কোন কোন জেলায় আছে সেটি জানা জরুরী।
কারন আপনার এলাকায় যদি স্বাধীন ওয়াইফাইয়ের কাভারেজই না থাকে তাহলে আপনি সেই প্যাকেজটি ব্যবহার করতে পারবেন না। তাই আগে তাদের কাভারেজ এড়িয়া দেখে নিন, যা আমরা উপরে উল্লেখ করেছি।
আর যদি তাদের কাভারেজ আপনার এলাকায় থাকে তাহলে উপরের যেকোনো একটি ওয়াইফাই প্যাকেজ কিনে উপভোগ করুন স্বাধীন ওয়াইফাইয়ের আনলিমিটেড ইন্টারনেট পরিসেবাটি।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
স্বাধীন ওয়াইফাই কি সব জায়গায় ব্যবহার করা যায়?
না। শুধুমাত্র স্বাধীন ওয়াইফাই জোনে অর্থাৎ যেসকল যায়গায় স্বাধীন ওয়াইফাইয়ের নেটওয়ার্ক রয়েছে সেসকল স্থানে স্বাধীন ওয়াইফাই ব্যবহার করা যায়।
স্বাধীন ওয়াইফাই কি আসলেই সারাদেশে এক আইডি এক পাসওয়ার্ড কাজ করে?
হ্যা, স্বাধীন ওয়াইফাই সারাদেশে এক আইডি এক পাসওয়ার্ডে কাজ করে। তবে সেটি শুধুমাত্র তাদের ওয়াইফাই প্যাকেজে। অন্যদিকে আপনার প্যাকেজটি যদি ব্রডব্যান্ড প্যাকেজ হয় তাহলে সেটি কেবলমাত্র আপনার রাউটারে কাজ করবে। সারাদেশে কাজ করবে না।
স্বাধীন ওয়াইফাই বিনামূল্যে সংযোগ করার জন্য কি করতে হবে?
স্বাধীন ওয়াইফাই বিনামূল্যে সংযোগ করার জন্য “স্বাধীন অথবা স্বাধীন এক্সপ্রেস ” এই দুটি ওয়াইফাই প্যাকেজের যেকোনো একটি প্যাকেজ কিনতে হবে।