টেলিটক সিম কেনার উপায় এবং টেলিটক সিম কোথায় পাওয়া যাবে

আপনি কি ফোনে কম কলরেটে কথা বলার জন্য টেলিটক সিম কিনতে চান? কিন্তু টেলিটক সিম কেনার উপায় কি এবং টেলিটক সিম কোথায় পাওয়া যায় সেবিষয়ে কোনো ধারণা নেই? তাহলে এই পোস্টটি আপনার জন্য।

আজকের পোস্টে আমরা আপনাদের জানাব টেলিটক সিম কোথায় পাওয়া যাবে এবং কিভাবে আপনি টেলিটক সিম ক্রয় করতে পারবেন সেবিষয়ে।

টেলিটক সিম কেনার উপায় এবং টেলিটক সিম কোথায় পাওয়া যাবে

আলোচ্য বিষয়সমূহ

টেলিটক কোন দেশের কোম্পানি

টেলিটক হচ্ছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রমালিকানাধীন এবং সরকারি মোবাইল অপারেটর কোম্পানি।

উইকিপেডিয়ার তথ্যনুসারে ২০০২ সালের ২ ডিসেম্বরে যাত্রা শুরু হয় টেলিটকের। তখন থেকেই টেলিটক অন্যান্য অপারেটরদের মতো গ্রাহকদের ভয়েস কল, এসএমএস প্যাক এবং ইন্টারনেট প্যাকেজসহ বিভিন্ন সার্ভিস সরবরাহ করে আসছে।

জেনে নিনঃ MyGP Apps এর সুবিধা কি কি

টেলিটক সিম কেনার উপায়

অন্যান্য অপারেটরগুলোর তুলনায় টেলিটকের কলরেট অনেক কম হওয়ায় বর্তমানে অনেকেই টেলিটক সিম কেনার প্রতি আগ্রহী হচ্ছেন। যার কারনে আপনারা টেলিটক সিম কেনার উপায় কি এবং টেলিটক সিম কোথায় পাওয়া যাবে সেবিষয়ে জানতে চান।

সাধারণত টেলিটক সিম কেনার দুইটি উপায় রয়েছে।

  1. অনলাইনে কিংবা ফোনের ম্যাসেজ অপশন থেকে আবেদন করার মাধ্যমে।
  2. সরাসরি টেলিটক সিম বিক্রয় কেন্দ্র থেকে ক্রয় করে।

টেলিটক সিম অনলাইনে আবেদন

অনলাইনে টেলিটক সিম আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র বর্ণমালা সিমের জন্য আবেদন করা যাবে। এজন্য প্রথমে আপনাদের Bornomala SIM Registration এই পেজটিতে যেতে হবে। এরপর উপর্যুক্ত ফর্মটিতে সঠিক তথ্য দিয়ে পূরন করতে হবে।

ফর্ম পূরণ সম্পন্ন হলে ক্যাপচা কোডটি (Validation Code) বসিয়ে “The above information is correct and I would like to go to the next step” লাইনটির পাশের বক্সটিতে টিক দিয়ে Next অপশনে ক্লিক করতে হবে।

এভাবে আপনারা উপরোক্ত টেলিটক বর্ণমালা সিম কেনার উপায়টি ফলো করে অনলাইনে শুধুমাত্র বর্ণমালা সিমের জন্য আবেদন করতে পারবেন।

নোটঃ টেলিটক বর্ণমালা সিমটি শুধুমাত্র এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা নিতে পারবে।

ম্যাসেজের মাধ্যমে টেলিটক সিমের আবেদন

অনলাইনের পাশাপাশি ম্যাসেজের মাধ্যমে টেলিটক সিমের আবেদন করা যাবে। আর এক্ষেত্রে আপনারা বর্ণমালা সিমের পাশাপাশি টেলিটক আগামী সিমের জন্যেও আবেদন করতে পারবেন।

টেলিটক আগামী সিমের আবেদন

টেলিটক আগামী সিম আবেদনের জন্য ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ

AGAMI[space]Board(first 03 letters)[space]Roll[space]Passing Year[space]ContactNo[space]CC Code

উদাহরণস্বরূপঃ AGAMI DHA 214633 2020 017XXXXXXXX 101

উপরোক্ত উদাহরনেঃ

  • DHA হচ্ছে আমার Dhaka বোর্ডের প্রথম তিনটি অক্ষর
  • 214633 হচ্ছে আমার এসএসসি রোল নাম্বার
  • 2020 হচ্ছে আমি যে বছর এসএসসি পাস করেছি সেই সাল।
  • 017XXXXXXXX হচ্ছে ফোন নাম্বার (এখানে অবশ্যই আপনার ফোন নাম্বার দিবেন। কারন উক্ত নাম্বারে একটি OTP যাবে, যেটি পরবর্তীতে সিম সংগ্রহ করার জন্য প্রয়োজন হবে)
  • 101 হচ্ছে আমি যেই কাস্টমার কেয়ার সেন্টার থেকে সিমটি সংগ্রহ করতে চাই তার CC Code. তো আপনার এলাকার নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের CC কোড দেখতে নিচের লিংকটিতে ক্লিক করুন।

এরপর এই ম্যাসেজটি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে।

নোটঃ যারা এসএসসিতে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে তারাই কেবল টেলিটক আগামী সিমটি নিতে পারবেন। আর আগামী সিম সংগ্রহের জন্য অবশ্যই CC Code ভুক্ত কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে।

টেলিটক বর্ণমালা সিমের আবেদন

বর্ণমালা সিম আবেদনের জন্য ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ

BOR [space] SSC_Board_Name(first 3 letters) [space] Roll [space] Passing_Year [space] Registration_no.[space] contactNo [space]CC_Code(Optional)

উদাহরণস্বরূপঃ BOR DHA 214633 2021 1269771765 017XXXXXXXX

এরপর এই ম্যাসেজটি যেকোনো টেলিটক সিম থেকে পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।

বিঃদ্রঃ রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়ে গেলে আপনার ফোন নাম্বারে ম্যাসেজের মাধ্যমে একটি OTP এবং ID কোড দেওয়া হবে। উক্ত কোড দুটি প্রদর্শনপূর্বক আপনি টেলিটকের যেকোনো কাস্টমার কেয়ার সেন্টার থেকে আপনার বর্ণমালা সিমটি সংগ্রহ করতে পারবেন।

মনে রাখা জরুরি যে টেলিটক সিম কেনার উপায় হিসেবে আপনি যদি অনলাইন অথবা ম্যাসেজের মাধ্যমে টেলিটক সিমের আবেদন করেন, তবুও আপনাকে সিম সংগ্রহ করার জন্য তাদের সিম বিক্রয়কেন্দ্রে যেতে হবে।

আর সেজন্য আপনাকে অবশ্যই টেলিটক সিম কোথায় পাওয়া যাবে সেবিষয়ে জানতে হবে।

টেলিটক সিম কোথায় পাওয়া যাবে

অন্যান্য অপারেটরগুলোর মতো টেলিটক সিম বর্তমানে দেশের সকল ছোটবড় বাজারে উপলব্ধ নেই। তবে টেলিটকের নির্দিষ্ট কিছু পয়েন্ট সেন্টার রয়েছে যেখান থেকে টেলিটক সিম সহজেই ক্রয় করা যাবে।

চলুন তাহলে এখন টেলিটক সিম কোথায় পাওয়া যাবে এবং টেলিটক সিম বিক্রয়ের কেন্দ্র কোনগুলো তা জেনে নেওয়া যাক।

টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে

টেলিটক সিম আপনি সহজে যেই জায়গায় পাবেন সেটি হচ্ছে টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে।

টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার মূলত গ্রাহকদের টেলিটক সিম সংক্রান্ত সকল সমস্যার সমাধান দিয়ে থাকে। একইসাথে তারা তাদের সিমও বিক্রি করে।

টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারগুলো সাধারনত বিভাগীয় শহরগুলোর প্রধান প্রধান সদর এবং মেট্রো পলিটন এলাকাতে অবস্থিত হয়ে থাকে।

বর্তমানে বাংলাদেশের আঁটটি বিভাগেই যথেষ্ট পরিমাণে তাদের কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে। তাই আপনি যদি শহরে অবস্থান করেন তাহলে আপনার জন্য টেলিটক সিম কেনা অনেকটাই সহজ হবে।

এক্ষেত্রে আপনার শহরে টেলিটক কাস্টমার কেয়ার কোথায় সেটি সহজেই জেনে নিতে পারবেন টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। তার জন্য ভিজিট করুন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারের অবস্থান পেজটিতে।

টেলিটক গ্রাহক সেবার কেন্দ্রে

দ্বিতীয়ত, টেলিটক সিম যেখানে পাওয়া যাবে সেটি হচ্ছে টেলিটকের গ্রাহক সেবা কেন্দ্রগুলোতে। মূলত বিভাগীয় সদরগুলোর বাইরে কিছুটা দূরবর্তী জেলাগুলোর মেইন শহরে যেসব টেলিটক সিম বিক্রয় কেন্দ্র রয়েছে তাদেরকে বলা হচ্ছে গ্রাহক সেবা কেন্দ্র।

এক্ষেত্রে আপনি যদি জেলা শহরে বসবাস করেন তাহলে সহজেই আপনার জেলার টেলিটক গ্রাহক সেবা কেন্দ্র থেকে টেলিটক সিম ক্রয় করতে পারবেন। তবে তার আগে আপনার জেলাতে টেলিটকের সেবা কেন্দ্র আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। 

আর আপনি এটি নিশ্চিত হতে পারবেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটের টেলিটক গ্রাহক সেবা কেন্দ্র সেকশনটির ভেতরে।

পড়ুনঃ স্বাধীন ওয়াইফাই কোন কোন জেলায় আছে

টেলিটক রিটেইল স্টোর সমূহে

টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার এবং গ্রাহক সেবা কেন্দ্র ছাড়াও টেলিটক সিম পাওয়া যাবে দেশের সমস্ত রিটেইল স্টোর সমূহে।

রিটেইল স্টোর সমূহ বলতে বোঝায়, টেলিটকের সমস্ত খুচরা বিক্রেতাগনকে। আর টেলিটকের রিটেইল স্টোরগুলো বর্তমানে দেশের সকল উপজেলাতেই রয়েছে।

তাই আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন, তাহলে আপনার উপজেলার টেলিটক রিটেইল স্টোর হিসেবে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সংখ্যক দোকান থেকে টেলিটক সিম ক্রয় করতে পারবেন।

এক্ষেত্রে আপনার উপজেলায় টেলিটক সিমের খুচরা বিক্রেতা অর্থাৎ রিটেইল স্টোর সমূহ কোথায় অবস্থিত সেটি দেখার জন্য যেতে হবে Click Here এই লিংকে।

পড়ুনঃ উপজেলার পোস্ট কোড কিভাবে বের করে

তো এই তিনটি টেলিটক সিম বিক্রয় কেন্দ্র বা পয়েন্ট থেকে আপনারা টেলিটক সিম কিনতে পারবেন।

এছাড়া মাঝেমধ্যে টেলিটক, বিভিন্ন মেলার মাধ্যমে তাদের সিম বিক্রি করে থাকে। এক্ষেত্রে টেলিটক সিমের সেই মেলা থেকেও আপনারা তাদের সিম কিনতে পারবেন।

তবে অন্যান্য অপারেটরগুলোর সিমের মেলা যথেষ্ট পরিমাণে দেখা গেলেও টেলিটকের ক্ষেত্রে সচারচর অতটা দেখা যায় না। এক্ষেত্রে আপনারা উপরের তিনটি পয়েন্ট থেকে টেলিটক সিম কেনার চেষ্টা করবেন।

টেলিটক সিম কিনতে কি কি লাগে

টেলিটক নতুন সিম কেনার জন্য নিমোক্ত তথ্যবলীর প্রয়োজন হবে।

  • জাতীয় পরিচয় পত্র অথবা জাতীয় পরিচয় পত্রের নাম্বার
  • গ্রাহকের আঙুলের ছাপ
  • ইউটিলিটি বিলের ফটোকপি (শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকদের জন্য)

টেলিটকের যেকোনো প্যাকেজের সিম কেনার ক্ষেত্রে উপরোক্ত তথ্যগুলো অবশ্যই লাগবে। তবে আপনি যদি টেলিটক আগামী সিম কিনতে চান সেক্ষেত্রে আপনাকে আরো কিছু ডকুমেন্টস/তথ্যদি সঙ্গে নিয়ে যেতে হবে। সেগুলো হলোঃ

  1. এসএসসি সার্টিফিকেট/মার্কশিট/অ্যাডমিট কার্ডের ফটোকপি
  2. এসএমএসের মাধ্যমে সিম রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত ID এবং OTP Code.
আরো পড়ুনঃ রোল দিয়ে পিএসসি রেজাল্ট দেখার নিয়ম

টেলিটক সিম কত টাকা

টেলিটক সিম কিনতে গেলে আপনাকে টেলিটক সিম কেনার উপায় এবং টেলিটক সিম কোথায় পাওয়া যাবে তার পাশাপাশি টেলিটক সিমের দাম কত সেবিষয়েও জানতে হবে।

টেলিটক সাধারণত তাদের সিমগুলো বিভিন্ন প্যাকেজ অনুযায়ী বিক্রি করে থাকে। আর প্যাকেজ ভেদে তাদের সিমের দামও ভিন্ন হয়ে থাকে।

নিচে প্যাকেজ অনুযায়ী টেলিটক সিমের দাম সমূহ তুলে ধরা হলোঃ

টেলিটক প্যাকেজ সমূহদাম
অপরাজিতা১০০ টাকা
স্বাধীন১৫০ টাকা
স্বাগতম১৫০ টাকা
ইয়ুথ৭০ টাকা
আগামীফ্রি
(শুধুমাত্র এসএসসিতে GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য)
বর্ণমালা১০০ টাকা
(এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের জন্য)
শতবর্ষফ্রি
(রিচার্জ ১০০ টাকা)
মায়ের হাসিফ্রি
(প্রাথমিক শিক্ষাস্তরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মায়েদের জন্য)
প্রজন্ম৯০০ টাকা (ক্রেডিট ৭০০ টাকা)
Price Source- teletalk.com.bd
পড়ুনঃ কথা বলার জন্য টেলিটক কোন সিম ভালো

টেলিটক সিম চেনার উপায়

টেলিটক সিম চেনার সহজ উপায় হচ্ছে 015 এই নম্বরটি। যদি সিমের এগারটি নাম্বারের প্রথম তিনটি নাম্বার 015 হয় তাহলে বুঝবেন সেটি টেলিটক সিম।

টেলিটক নাম্বার দেখার জন্য ডায়াল করুন *551#

উপসংহার

আসলে প্যাকেজ ভেদে টেলিটক সিম কেনার উপায় সামান্য ভিন্ন হয়ে থাকে। যেটি এতক্ষণ আমরা উপরের আলোচনায় দেখলাম।

যেমনঃ আপনি যদি টেলিটক আগামী এবং বর্ণমালা সিম কিনতে চান তাহলে আগে আপনাকে সিমের জন্য অনলাইনে অথবা ম্যাসেজের মাধ্যমে আবেদন করতে হবে।

এরপর টেলিটক সিম যেখানে পাওয়া যায় অর্থাৎ টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার অথবা গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে সিমটি সংগ্রহ করতে হবে।

আর যদি টেলিটক আগামী এবং বর্ণমালা বাদে অন্য প্যাকেজগুলোর সিম নিতে চান তাহলে কোনো প্রকার আবেদন ছাড়াই সরাসরি তাদের যেকোনো সিম বিক্রয় কেন্দ্র থেকে টেলিটক সিম কিনতে পারবেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)

টেলিটক নাম্বারের রেজিস্ট্রেশন চেক করে কিভাবে?

টেলিটক নাম্বার সফলভাবে রেজিস্ট্রশন হয়েছে কিনা তা চেক করার জন্য ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে “Q” লিখে পাঠিয়ে দিন 1600 এই নাম্বারে অথবা ডায়াল করুন *16001#।

টেলিটক সিমে সর্বনিম্ন কত টাকা রিচার্জ করা যায়?

টেলিটকে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যায়।

বাংলাদেশে কি টেলিটকের ইসিম আছে?

জি, বর্তমানে বাংলাদেশে টেলিটকের ই-সিম আছে। এবছর ২১শে ফেব্রুয়ারি টেলিটক ই-সিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

টেলিটক ই সিমের দাম কত?

টেলিটক ই-সিমের দাম ১৫০ টাকা।

টেলিটক ইসিম কোথায় পাওয়া যাবে?

বর্তমানে বিটিসিএল টেলিফোন ভবন গুলশান-১ ঢাকা-১২১২, রমনা বিটিসিএল কম্পাউন্ড নীচতলা, গুলিস্তান, রমনা, ঢাকা-১০০০ এবং মানিক মিয়া এভিনিউ বিটিসিএল কম্পাউন্ড শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ এই তিনটি কাস্টমার কেয়ার সেন্টারে টেলিটকের ই-সিম পাওয়া যাবে।

টেলিটক শতবর্ষ সিম কোথায় পাওয়া যাবে?

টেলিটক শতবর্ষ সিম যেকোনো টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার, গ্রাহক সেবা কেন্দ্র এবং রিটেইল স্টোর সমূহে পাওয়া যাবে।


Share on:

This is the founder of BDtechio.com. As a passionate student and blogger with nearly two years of experience, I specialize in writing insightful articles on technical tips and information. I strive to share knowledge and assist in digital navigation.

Related Article

Leave a Comment