বর্তমানে গুগল ম্যাপ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়িয়েছে।
কোনো জায়গায় যাওয়ার জন্য লোকেশন বের করতে, গন্তব্যে পৌঁছানোর জন্য দিকনির্দেশনা পেতে এবং জায়গার দিক নির্ণয় করতে বর্তমানে গুগল ম্যাপ একটি নির্ভরযোগ্য সঙ্গী।
তবে আমরা অনেকেই গুগল ম্যাপে লোকেশন অথবা জায়গার ডিরেকশন বের করতে পারলেও গুগল ম্যাপে দিক নির্ণয় করতে পারি না।
তাই আজকের পোস্টে আমরা গুগল ম্যাপে দিক নির্ণয় করা যায় কিভাবে সেবিষয়ে আলোচনা করব। যেটি ফলো করে আপনারা পৃথিবীর যেকোনো জায়গার দিক নির্ণয় করতে পারবেন অতি সহজেই।
আলোচ্য বিষয়সমূহ
গুগল ম্যাপ
গুগল ম্যাপ হচ্ছে গুগল কর্তৃক পরিচালিত একটি ওয়েব-ভিত্তিক মানচিত্র পরিষেবা।
যা ব্যবহারকারীদের বিশ্বের মানচিত্রসহ বিভিন্ন জায়গা, হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস, হোটেল-রেস্টুরেন্টের লোকেশন, রাস্তা, ট্রাফিকের অবস্থা, গন্তব্যের দিকনির্দেশনা এবং জনপরিবহন সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করে।
এছাড়া গুগল ম্যাপের সাহায্যে যেকোনো জায়গার দিক নির্ণয় করার পদ্ধতিও রয়েছে।
গুগল ম্যাপে দিক নির্ণয় করার নিয়ম
গুগল ম্যাপের সাহায্যে দিক নির্ণয় করা খুবই। জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলেই আপনারা গুগল ম্যাপে যেকোনো জায়গার দিক নির্ণয় করতে পারবেন। নিচে স্টেপগুলো তুলে ধরা হলো।
১. গুগল ম্যাপ ইন্সটলেশন
গুগল ম্যাপে দিক নির্ণয় করার জন্য প্রথমে নিচের লিংক থেকে Google Map অ্যাপটি ইন্সটল অথবা আপডেট করে নিন।
২. গুগল ম্যাপে দিক নির্ণয়
ধাপ ১ঃ প্রথমে আপনাদের ফোনের লোকেশন অন করে নিন। এরপর Google Map অ্যাপটিতে প্রবেশ করুন।
আপনার বর্তমান লোকেশন কোথায় অর্থাৎ আপনি এখন কোথায় আছেন সেটি দেখার জন্য নিচের ছবির মতো গোলাকার বাটনটিতে প্রেস করুন।
তাহলে আপনার বর্তমান লোকেশন কোন জায়গায় সেটি দেখতে পারবেন।
ধাপ ২ঃ এখন আমাদের একটি কম্পাসের প্রয়োজন হবে। আর এজন্য আপনারা ম্যাপটি কিছুটা জুম ইন করবেন।
তাহলে সেখানে একটা কম্পাস আকৃতির আইকন দেখতে পারবেন। মূলত এই কম্পাস আইকনটির সাহায্যেই আমরা ওই জায়গাটির দিক নির্ণয় করব।
তো বেশিরভাগ সময়ই সেই কম্পাসটির নিচে N অক্ষরটি দেখা যায়। এক্ষেত্রে আপনিও যদি কম্পাসের নিচে N লেখাটি দেখতে পান তাহলে আবারো নিচের মতো গোল আকৃতির বাটনটিতে ক্লিক করবেন।
স্টেপ ৩ঃ এরপর নিচের মতো N বিহীন একটি কম্পাস দেখতে পারবেন। উক্ত কম্পাসটিতে লাল রঙের তীরের মতো যেই অংশটি দেখতে পাচ্ছেন সেই দিকটিই হচ্ছে ওই জায়গার উত্তর দিক।
সাধারণত লাল রঙের এই অংশটি সবসময় মানচিত্রের উত্তর দিককে নির্দেশ করে।
মনে রাখবেন, আপনারা যখন গুগল ম্যাপে দিক নির্ণয় করবেন তখন আপনাদেরকে অবশ্যই সেই জায়গায় স্থির থাকতে হবে।
কারন আপনি যদি বেশি নড়াচড়া বা হাটাচলা করেন তাহলে আপনার শরীরের দিক পরিবর্তনের সাথে সাথে মোবাইলেরও দিক পরিবর্তন হবে।
যার ফলে আপনার মানচিত্রে দিক নির্ণয় করতে কিছুটা অসুবিধা হতে পারে। এমনকি ভুলও হতে পারে। তাই বেশি নড়াচড়া করা থেকে বিরত থাকবেন।
স্টেপ ৪ঃ সাধারণত আমরা জানি যে, উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ। তাহলে কম্পাসটির লাল দিক উত্তর হলে তার বিপরীত দিকটি হচ্ছে দক্ষিণ।
অর্থাৎ কম্পাসটিতে লাল রঙের তীরটির বিপরীত দিকে যেই সাদা তীরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওই জায়গার দক্ষিণ দিক।
স্টেপ ৫ঃ তো জায়গাটির উত্তর এবং দক্ষিণ দিক নির্ণয় করা শেষ। এখন আমরা জায়গাটির পূর্ব ও পশ্চিম দিক নির্ণয় করব।
আর এজন্য আপনারা মানচিত্রে যেদিকে উত্তর দিক দেখাচ্ছে অর্থাৎ লাল কালারের তীরটির দিকে মুখ করে দাঁড়াবেন।
এখন আপনার ডান হাতটি যেদিকে রয়েছে সেটি হচ্ছে ওই জায়গার পূর্ব দিক। আর বাম হাতটি যেদিকে আছে সেটি হচ্ছে পশ্চিম দিক।
তাহলে আমরা পেয়ে গেলাম সেই জায়গাটির পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিক। এই ছিলো গুগল ম্যাপে দিক নির্ণয় করার পদ্ধতি।
আশা করছি, উপরোক্ত পদ্ধতিটি ফলো করে আপনি এখন যেই জায়গায় রয়েছেন সেই জায়গার পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিক নির্ণয় করতে পেরেছেন।
গুগল ম্যাপের সুবিধাসমূহ
গুগল ম্যাপ ব্যবহারকারীদের দিক নির্ণয় করার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সুবিধা হলো-
রিয়েল টাইম লোকেশন শেয়ারিং
আপনি যদি আপনার বর্তমান লোকেশন কারো সাথে শেয়ার করতে চান তাহলে তার জন্য রয়েছে গুগল ম্যাপের রিয়েল টাইম শেয়ারিং ফিচারটি।
এই ফিচারটি এতটাই উন্নত যে আপনার চলাচলের ফলে লোকেশন পরিবর্তন হলেও আপনি যাকে লোকেশন শেয়ার করেছেন সে আপনার রিয়েল টাইম লোকেশন দেখতে পায়।
যেভাবে রিয়েল টাইম লোকেশন শেয়ার করবেন-
- গুগল ম্যাপ অ্যাপটিতে প্রবেশ করুন
- উপরে ডান দিকের কর্ণারে থাকা ইমেইল আইকনটিতে ট্যাপ করুন
- Location Sharing অপশনটি সিলেক্ট করুন
- Share Location লেখাটিতে প্রেস করুন
- কতক্ষন সময়ের জন্য লোকেশন শেয়ার করতে চান তার সময়সীমা নির্ধারন করুন
- এবার যাকে লোকেশন শেয়ার করতে চান তাকে নিচের দিকে থাকা মেসেজ, ইমেইল, হোয়াটসঅ্যাপ অথবা অন্যান্য অ্যাপের মাধ্যমে লিংকটি শেয়ার করুন।
লাইভ ট্রাফিক আপডেট
গুগল ম্যাপের এই ফিচারটি ব্যবহারকারীদের রিয়েল টাইম রাস্তাঘাটের ট্রাফিক অবস্থা সম্পর্কে আপডেট প্রদান করে।
এক্ষেত্রে আপনি যদি কোথাও যাওয়ার পরিকল্পনা করেন এবং সেখানে যাওয়ার সময় যদি গুগল ম্যাপের এই ফিচারটি ব্যবহার করেন তাহলে আপনি সহজেই কোন রাস্তায় জ্যাম রয়েছে সেটি জানতে পারবেন এবং বিকল্প রাস্তা বেছে নিতে পারবেন।
গুগল ম্যাপে লাইভ ট্রাফিক আপডেট দেখবেন যেভাবে-
- গুগল ম্যাপে প্রবেশ করুন
- এরপর ডান দিকের উপরে থাকা চতুর্ভূজ আকৃতির লেয়ার আইকনটিতে প্রেস করুন
- Traffic অপশনটি সিলেক্ট করুন
তাহলে আপনি রাস্তায় বিভিন্ন ধরণের রং দেখতে পাবেন। মূলত এই ফিচারটি সেই রংগুলোর দ্বারাই রাস্তায় ট্রাফিকের অবস্থা নির্দেশ করে। যেমনঃ
- লাল রং দ্বারা ভারী ট্রাফিক
- গাঢ় লাল দ্বারা অত্যন্ত ভারী ট্রাফিক
- হলুদ রং দ্বারা মাঝারি ট্রাফিক
- এবং সবুজ রং দ্বারা কম ট্রাফিক বা ট্রাফিক নেই বোঝানো হয়।
স্ট্রিট ভিউ
স্ট্রিট ভিউ ফিচারটি ব্যবহার করে আপনি যেকোনো রাস্তা ৩৬০ ডিগ্রিতে দেখতে পারবেন। সেইসাথে রাস্তার পাশের দোকান, ভবন, পার্ক এবং অন্যান্য স্থাপনার ছবিও দেখতে পারবেন।
যেভাবে ৩৬০ ডিগ্রিতে স্ট্রিট ভিউ দেখবেন-
- প্রথমে গুগল ম্যাপ অ্যাপটিতে প্রবেশ করবেন
- ডানদিকের উপরে থাকা লেয়ার আইকনটিতে ট্যাপ করবেন
- Street View অপশনটি সিলেক্ট করবেন।
- এরপর যেই রাস্তাটি ৩৬০ ডিগ্রিতে দেখতে চান সেই রাস্তাটির উপরে প্রেস করবেন।
লোকেশন খোঁজা
গুগল ম্যাপের মাধ্যমে আপনি দোকান, পার্ক, হাসপাতাল, রেস্টুরেন্ট এবং হোটেলসহ বিভিন্ন জায়গা ও প্রতিষ্ঠানের লোকেশন বের করতে পারবেন।
সেইসাথে সেখানে উল্লেখ করা তাদের সেবা প্রদানের সময়, ফোন নাম্বার এবং ওয়েবাইটের মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন।
প্রতিষ্ঠানের রিভিউ এবং রেটিং দেখা
গুগল ম্যাপের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের লোকেশন জানার পাশাপাশি সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে লোকাল গাইডদের রিভিউ এবং রেটিং দেখতে পারবেন।
যার মাধ্যমে আপনি তাদের সার্ভিস কোয়ালিটি সম্পর্কে ধারণা পাবেন এবং আপনার জন্য সবচেয়ে ভালো প্রতিষ্টানটি বেছে নিতে পারবেন।
বিশেষ করে, আপনি যদি কোনো রেস্টুরেন্টে যেতে চান তাহলে গুগল ম্যাপে আপনার আশেপাশের রেস্টুরেন্টগুলোর রিভিউ এবং রেটিং দেখে সহজেই ভালো রেস্টুরেন্টটি সিলেক্ট করতে পারবেন।
কোনো জায়গায় যাওয়ার দিক নির্দেশনা পাওয়া
গুগল ম্যাপের সাহায্যে আপনি যেকোনো জায়গায় যাওয়ার দিক নির্দেশনা নিতে পারেন।
এতে গুগল ম্যাপ আপনাকে রাস্তার দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি গন্তব্যস্থলে গাড়ি, বাইক, গণপরিবহন অথবা পায়ে হেটে পোঁছাতে কতক্ষণ সময় লাগবে এবং কত কিলোমিটার/মিটার পথ যেতে হবে সেটি বলে দিবে।
গুগল ম্যাপে কোনো জায়গায় দিক নির্দেশনা পেতে-
- প্রথমে ফোনের লোকেশন অপশনটি অন করুন
- এরপর গুগল ম্যাপে প্রবেশ করে আপনার অবস্থান সিলেক্ট করুন
- যে জায়গায় যেতে চান সেই জায়গাটির নাম সার্চ করুন
- জায়গাটি চলে আসলে Directions অপশনটিতে ট্যাপ করুন
ব্যস তাহলে আপনার লোকেশন থেকে সেই জায়গাটিতে যাওয়ার দিক নির্দেশনা পেয়ে যাবেন।
আবার আপনি যদি ভয়েসের মাধ্যমে নির্দেশনা শুনতে চান যেটি আপনাকে কোথায় এবং কোন দিকে মোড় নিতে হবে সেটি বলে দিবে, তাহলে তার জন্য Start লেখাটিতে ক্লিক করবেন।
তাহলে ভয়েসের মাধ্যমে দিক নির্দেশনা শুনতে পারবেন।
পড়ুনঃ ইংরেজি শব্দের উচ্চারণ শোনার অ্যাপ
বাস ও ট্রেনের সময়সূচি দেখা
গুগল ম্যাপের সাহায্যে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে বাস ও ট্রেনের সময়সূচি দেখা যাবে।
সাধারণত আপনি যদি কোথাও গন্তব্যে যেতে চান আর সেই গন্তব্যস্থলে যেতে যদি কোথাও পাবলিক ট্রান্সপোর্ট থাকে, তাহলে আপনি তার সাহায্যে সহজেই বাস এবং ট্রেনের সময়সূচি দেখতে পারবেন এবং যথাসময়ে সেখানে পৌঁছাতে পারবেন।
গুগল ম্যাপের সাহায্যে বাস এবং ট্রেনের সমসসূচি দেখার জন্য-
- গুগল ম্যাপ অ্যাপটিতে ঢুকুন
- যে জায়গায় যেতে চান সেই জায়গার নাম উপরের সার্চ বক্সে সার্চ করুন
- Directions অপশনটিতে ট্যাপ করুন
- এবার উপরের Your location লেখাটিতে ক্লিক করে, আপনি যে জায়গা থেকে গাড়িতে উঠতে চান সে জায়গাটি সিলেক্ট করুন। (উপজেলা বা শহর এলাকা হলে সুবিধা হয়। কারন অনেক সময় ছোট জায়গা সিলেক্ট করলে সময়সূচি আসে না।)
- এরপর নিচের দিকে বাইক আইকনের পাশে একটি বাসের আইকন দেখতে পাবেন, সেটিতে ট্যাপ করুন
ব্যস, তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে যাওয়ার দিক নির্দেশনা সহ কোন বাস এবং ট্রেন কখন যাবে তার সময়সূচি দেখতে পারবেন।
গুগল ম্যাপে নিজের লোকেশন যোগ করা
গুগল ম্যাপে আপনি নিজের বাড়ি, দোকান অথবা যেকোনো প্রতিষ্ঠানের নাম এবং লোকেশন যোগ করতে পারবেন। যা ব্যবহারকারীদের আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং প্রতিষ্ঠানটি খুঁজে পেতে সাহায্য করবে।
গুগল ম্যাপে লোকেশন যোগ করবেন যেভাবে-
- গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করুন
- নিচের মেনু থেকে Contribute অপশনটিতে ট্যাপ করুন
- Add Place-এ প্রেস করুন
- এবার আপনার প্রতিষ্ঠানের নাম, ধরন, লোকেশন এবং অন্যান্য তথ্য পূরণ করুন
- সবশেষে Submit-এ ক্লিক করুন
অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারের সুবিধা
ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও অফলাইনে গুগল ম্যাপের সুবিধাসমূহ উপভোগ করা যাবে। তবে তার জন্য আপনাকে নির্দিষ্ট এলাকাগুলোর ম্যাপ ডাউনলোড করে রাখতে হবে।
- এজন্য প্রথমে গুগল ম্যাপ অ্যাপটিতে প্রবেশ করে ডানদিকের উপরে থাকা ইমেইল একাউন্ট আইকনটিতে ট্যাপ করবেন
- এরপর Offline Maps অপশনটি সিলেক্ট করবেন
- Select Your Own Map লেখাটিতে ক্লিক করবেন
- এবার যে জায়গাটির ম্যাপ অফলাইনেও দেখতে চান সেই জায়গাটি নির্বাচন করবেন
- এরপর Download অপশনটিতে ক্লিক করবেন
তাহলে আপনি সেই জায়গাটির ম্যাপ অফলাইনেও দেখতে পারবেন।
উপসংহার
গুগল ম্যাপের বিভিন্ন ধরনের সুবিধাগুলোর একটি হলো গুগল ম্যাপে দিক নির্ণয় করা। যেটি ব্যবহারকারীদের মোবাইল দিয়ে যেকোনো জায়গার দিক নির্ণয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও গুগল ম্যাপের অন্যান্য সুবিধাগুলো যেমনঃ লোকেশন বের করা এবং দিক নির্দেশনা পাওয়া, রিয়েল টাইম লোকেশন শেয়ার করা এবং ট্রাফিক আপডেট পাওয়া এগুলো গুগল ম্যাপকে ব্যবহারকারীদের নিকট অত্যন্ত উপযোগী এবং নির্ভরযোগ্য অ্যাপ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
যা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন কাজগুলো আরো সহজ এবং দ্রুত করতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসীত প্রশ্নাবলী (FAQs)
গুগল ম্যাপের কোন ফিচারটি সবচেয়ে উপকারী?
গুগল ম্যাপের রিয়েল টাইম ট্রাফিক আপডেট ফিচারটি সবচেয়ে উপকারী। কারন এটি ব্যবহারকারীদের, রিয়েল টাইম সড়কের যানজট জানতে এবং বিকল্প পথ বেছে নিতে সাহায্য করে।
গুগল ম্যাপ কি রিয়েল টাইম ট্রাফিক তথ্য প্রদান করে?
হ্যাঁ, গুগল ম্যাপ রিয়েল টাইম ট্রাফিক তথ্য প্রদান করে এবং কোন সড়কে যানজট রয়েছে সেটি জানতে সাহায্য করে।
গুগল ম্যাপ কি ইন্টারনেট ছাড়া ব্যবহার করা যায়?
হ্যা, গুগল ম্যাপ আপনি ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে পূর্বে থেকেই নির্দিষ্ট এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখতে হবে।
গুগল ম্যাপে রিভিউ লিখব কিভাবে?
গুগল ম্যাপে কোনো জায়গা বা প্রতিষ্ঠানের রিভিউ লিখতে- ১. যে স্থানের রিভিউ লিখতে চান সেই স্থানটি খুঁজে বের করুন ২. Rate and Review লেখাটির নিচে আপনার পছন্দমতো স্টার সিলেক্ট করুন ৩. স্থানটির ডিটেইলস এবং আপনার অভিজ্ঞতা লিখুন ৪. Post অপশনটিতে ট্যাপ করুন।
গুগল ম্যাপ থেকে কি সরাসরি কোনো জায়গায় ফোন করা যায়?
হ্যা, গুগল ম্যাপ থেকে আপনি সরাসরি বিভিন্ন স্থান বা প্রতিষ্ঠানে ফোন করতে পারবেন। এক্ষেত্রে স্থানটির ডিটেইলসে গিয়ে ফোন নম্বরে ক্লিক করলে সরাসরি কল করার অপশন পাবেন।
গুগল ম্যাপে কোনো স্থান সেভ করবো কিভাবে?
গুগল ম্যাপে কোনো স্থান সেভ করতে- ১. যে স্থানটি সেভ করতে চান, সেটি খুঁজুন ২. স্থানটির ডিটেইলসে গিয়ে Save বাটনটিতে ক্লিক করুন ৩. যেকোনো একটি লিস্ট নির্বাচন করুন।